আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ। ২১/১২/২০২০ : আগামী মাসেই ফের একবার পশ্চিমবঙ্গে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।পশ্চিমবঙ্গে এসে বেশ কিছু কর্মসূচীতে তাঁর অংশগ্রহণ করার কথা রয়েছে।
বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে, রাজ্য বিজেপি আগামী মাসে ফের একবার অমিত শাহকে রাজ্যে আসতে অনুরোধ জানিয়ে চিঠি দিচ্ছে। নির্বাচন এগিয়ে আসছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপির যে অবস্থান রটেছে, তাকে আরও মজবুত করে তুলতে অমিত শাহ অবশ্যই রাজ্যে আসতে চাইবেন। যেটা জানা গিয়েছে, তিনি জানুয়ারি মাসের প্রথম দিকে অথবা শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে আসতে পারেন। এবারেও অমিত শাহ দুদিনের সফরে আসবেন পশ্চিমবঙ্গে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে এবারেও তাঁর সফরে থাকবে নতুন চমক। গতকালই অমিত শাহ ফিরে গিয়েছেন নতুন দিল্লীতে, এবারের সফরে তাঁর উপস্থিতিতে শুভেন্দু অধিকারী সহ বেশ কিছু নেতা বিরোধী দলগুলি থেকে যোগ দিয়েছে বিজেপিতে। তাহলে ফের একবার জানুয়ারি মাসেও এইরকম হেভিওয়েট নেতাদের দল পরিবর্তন কি দেখতে চলেছে রাজ্যবাসী ? বিজেপি নেতাদের তরফ থেকে এর আগে বার বার বলা হয়েছিল জানুয়ারি মাসের গুরুত্বের কথা.
এই মুহূর্তে বিজেপির ভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন। তবে আগামী মাসের যে সময় অমিত শাহ পশ্চিমবঙ্গে আসবেন, সেই সময় নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন পশ্চিমবঙ্গের জামাই জগৎ প্রসাদ নাড্ডা। হয়ত তিনিও যোগ দেবেন অমিত শাহের সঙ্গে। এদিকে চলতি মাসের ২৪ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গে আসার কথা রয়েছে। তিনি বোলপুরে বিশ্বভারতীতে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।