![]() |
অনিল ভিজ |
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৫/১২/২০২০ : কোরোনার প্রতিষেধক কোভ্যাকসিন নেওয়ার ১৪ দিনের মাথায় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ।
গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা র প্রতিষেধক বন্টন নিয়ে সর্বদল বৈঠক করেছেন। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়ে দিয়েছেন, আর কয়েক সপ্তাহের মধ্যেই দেশ পেতে চলেছে করোনা ভাইরাসের প্রতিষেধক। এদিকে সপ্তাহ দুয়েক আগেই করোনার প্রতিষেধক কোভ্যাক্সিনের তৃতীয় রাউন্ডের পরীক্ষার জন্যে টিকা নিয়েছিলেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী। আজ তাঁর শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।
অনিল ভিজ বলেছেন, "আমার দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। গত কয়েকদিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের অনুরোধ করছি আপনারাও নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নিন। আমাকে আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।" অনিল ভিজই ছিলেন হরিয়ানার প্রথম ব্যক্তি, যাঁর ওপর তৃতীয় দফার পরীক্ষার জন্যে কোভ্যাক্সিনের প্রয়োগ করা হয়েছিল গত মাসের ২০ তারিখে। আর আজ মাত্র সপ্তাহ দুয়েক পরেই তাঁর দেহে করোনা ভাইরাস ধরা পড়ল।
গত অক্টবর মাসেই ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনকে তৃতীয় দফার পরীক্ষা চালানোর জন্যে অনুমতি দিয়েছিল, আর সেইমত দেশের ২৬,০০০ নাগরিকের ওপর তৃতীয় দফার টিকা প্রয়োগ করেছিল ভারত বায়োটেক। প্রসঙ্গত উল্লেখ্য, ভারত বায়োটেকের এই কোভেক্সিন প্রতিষেধকটির প্রস্তুতির অন্যতম অংশীদার হল আইসিএমআর।