আজ খবর (বাংলা), শান্তিপুর নদীয়া, পশ্চিমবঙ্গ, ০৬/১২/২০২০ : গতকাল রাতে শান্তিপুরে রাস উৎসবের বিসর্জন অনুষ্ঠানকে ঘিরে চরম অশান্তির সৃষ্টি হয়েছিল।
নদীয়া জেলার শান্তিপুরের রাস উৎসব বেশ জনপ্রিয়। এই উৎসবে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন রাস উৎসব দেখতে, সেই উপলক্ষে ব্যাপক ভীড় হয় শান্তিপুরে। গতকাল রাসের বিসর্জনকে ঘিরে শান্তিপুরে চরম অশান্তি ছড়িয়ে পড়েছিল। গতকাল রাতে রাসের বিসর্জনে বাজানো হচ্ছিল ডিজে। বেশ জোরে বাজানো হচ্ছিল ডিজে। সেই সময় পুলিশ এসে বিসর্জনের শোভাযাত্রা আটকে দেয় এবং ডিজে বন্ধ করার নির্দেশ দেয়। ডিজে বন্ধ করা নিয়ে হঠাৎ করেই অশান্তি ছড়িয়ে পড়ে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী তরুণরা ডিজে বন্ধ করতে চায় নি।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী তরুণরা চেঁচামেচি জুড়ে দেয়। তারা গাড়ি থেকে ঠাকুর নামিয়ে দেয়, রাস্তার ওপর আগুন জ্বেলে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ তাদের জানায়, রাজ্যে করোনা আবহে সরকারি যে বিধি নিষেধের নির্দেশিকা আছে, তাতে ডিজে বাজানোর কোনো অনুমতি নেই।এরপর ঘটনাস্থলে আরও পুলিশ আসে। শেষমেশ পুলিশ অফিসাররা তরুণদের বুঝিয়ে সুঝিয়ে ঠাকুর বিসর্জনের আয়োজন করেন। (দেখুন ভিডিও)