চালকবিহীন অত্যাধুনিক মেট্রো রেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


চালকবিহীন অত্যাধুনিক মেট্রো রেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Share This

 

চালকবিহীন অত্যাধুনিক মেট্রো রেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৬/১২/২০২০ : দেশের প্রথম চালক বিহীন মেট্রো রেলের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী। এই মেট্রো রেল তিনি উদ্বোধন করবেন রাজধানী দিল্লীতে।

আগামী ২৮ তারিখে সকাল ১১টা নাগাদ দিল্লীর ম্যাজেন্টা লাইন মেট্রো রেলের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। এই মেট্রো দিল্লীর পশ্চিম জনকপুরী থেকে  বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত যাবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে "ন্যাশনাল কমন অপারেশনাল মবিলিটি কার্ড' সার্ভিসের উদ্বোধনও করবেন। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, এই কার্ড ব্যাহার করে দেশের যে কোন জায়গা থেকে প্রাপ্ত RUPAY  ডেবিট কার্ডধারীরা এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে ব্যবহার করতে পারবেন। এই পরিষেবা ২০২২ সালের মধ্যেই দিল্লী মেট্রো রেলের সর্বত্র ব্যবহার করা যাবে।

চালকবিহীন মেট্রো রেল অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। মেট্রো রেল চালনার ক্ষেত্রে মানুষের দ্বারাও যে ভুলগুলো হয়ে থাকে, স্বয়ংক্রিয় চালকবিহীন মেট্রো রেল চালনার ক্ষেত্রে সেই ভুলগুলো হওয়ারও কোনো অবকাশ থাকবে না।এতে করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই কমবে। দিল্লী মেট্রোর ম্যাজেন্টা লাইনের পর পিঙ্ক লাইনের মেট্রোকেও স্বয়ংক্রিয় এবং চালকবিহীন করে দেওয়ার পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের বলে জানা গিয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages