আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/১২/২০২০ : রাজনীতির মাইলেজ পেতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিথ্যা কথা বলেছেন বলে আজ অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা আজ বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিথ্যা কথা বলেছেন। তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গে নাকি ইন্ডাস্ট্রি নেই।এরাজ্যে নাকি ইন্ডাস্ট্রিতে জিরো। অথচ MSME সেক্টরে পশ্চিমবঙ্গই ১ নম্বর স্থানে রয়েছে। উনি বলে গিয়েছেন আমাদের সরকার নাকি গ্রামে সড়ক তৈরী করতে পারে না, অথচ এই সেক্টরেও পশ্চিমবঙ্গ ১ নম্বরে রয়েছে। আর এই তথ্য পাওয়া গিয়েছে ভারত সরকারের থেকেই। একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে এহেন মিথ্যা কথা বলা মানায় না।"
রাজ্যের ৩ শীর্ষস্থানীয় আইপিএস অফিসারকে রাজ্য থেকে সরিয়ে নেওয়া নিয়ে মমতা বলেন, "এই ধরনের ব্যবস্থা তখনই একমাত্র নেওয়া হয়, যখন কোনো রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। আমাদের রাজ্যে কি জরুরি অবস্থা চলছে ? আসলে নির্বাচনের আগে উচ্চপদস্থ অফিসারদের মনে ভয় ও আশঙ্কা ঢুকিয়ে দিতেই এই ধরনের আচরণ করছে কেন্দ্র সরকার।"
এরপর নাগরিকত্ব আইন নিয়ে মমতা বলেন, "আমরা সিএএ, এনআরসি এবং এনপিআর-এর বিরুদ্ধে রয়েছি। বিজেপি নাগরিকদের ভাগ্য নির্ধারণ করতে পারে না। ওরা আগে নিজেদের ভাগ্য নির্ধারণ করুক।" ২০ তারিখে বোলপুরে ঠিক যে রাস্তায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শো করেছিলেন ঠিক সেই রাস্তাতেই আগামী ২৯ তারিখে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর রোড শো আরও বেশি লম্বা হবে বলে জানা গিয়েছে। এদিকে গতকাল অমিত শাহের রোড শো-এর ফলে দোকানদারদের ব্যবসা করতে অসুবিধা হওয়ায় বীরভূম জেলা বিজেপির তরফ থেকে একটি ছোট মিছিল বের করে আজ সকালে বিজেপির পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।