নেপোলির স্টেডিয়ামের নাম বদলে মারাদোনার নামে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নেপোলির স্টেডিয়ামের নাম বদলে মারাদোনার নামে

Share This

নেপোলির স্টেডিয়ামের নাম বদলে মারাদোনার নামে
 'দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়াম'


আজ খবর (বাংলা), নেপলস, ইটালি, ০৫/১২/২০২০ : আর্জেন্টিনার নেপোলিতে সান পাওলো  স্টেডিয়ামের নতুন করে নামকরণ করা হল বিশ্ব ফুটবলের রাজপুত্র ডিয়েগো  আর্মান্দো মারাদোনার  নামে।

১৯৮৪ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত ৭ বছর নেপোলির হয়ে  মারাদোনা , আর এই সাত বছরে নেপোলি ক্লাবের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটেছিল। তাই আজ নেপলস সিটি কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, সান পাওলো স্টেডিয়ামের নতুন নাম হবে তাদের প্রিয় মানুষটির নামে, নতুন নাম হবে দিয়েগো আর্মান্দো মারাডোনা স্টেডিয়াম। নেপোলির মেয়র গত ২৬শে  নভেম্বর নেপোলির মেয়র লুইগি ডি  ম্যাগিস্ট্রিস এই স্টেডিয়ামের নতুন নামকরণের বিষয়ে  জানিয়েছিলেন। তার আগের দিনেই অর্থাৎ নভেম্বরের ২৫ তারিখে ঘটে গিয়েছিল নক্ষত্র পতন, মাত্র ৬০ বছর বয়সে চলে গিয়েছিলেন মারাদোনা।


মারাদোনা দু'দুটো ইতালিয়ান টুর্নামেন্টে চ্যাম্পিয়ান করেছিলেন নেপোলিকে, ইতালির এই শহরে মারাদোনাকে  রীতিমত ভগবান মনে করা হয়. ৭ বছর ধরে খেলার সময় নেপোলি ক্লাবকে শীর্ষে তুলে ধরেছিলেন ম্যারাডোনা,  দুটি ঐতিহাসিক টুর্নামেন্টে জয় ছাড়াও এই সময়টাতে নেপোলিতে এসেছিল বেশ কিছু কাপ. আর এর পিছনে ছিল মারাদোনার পায়ের অসাধারন জাদু। নেপোলির মানুষ তাঁকে নিঃশর্ত ভালবাসা দিয়েছিল. সেই ভালবাসার মানুষ আজ চিরকালের জন্যে গোটা বিশ্বের সব ফুটবল প্রেমী মানুষকে কাঁদিয়ে চলে গিয়েছে। ভালবাসার ছোট্ট নিদর্শন স্বরূপ নেপোলির মানুষ তাদের বিশাল স্টেডিয়ামের নাম দিল ফুটবলের রাজপুত্রের নামে। আজ থেকে গোটা বিশ্ব নেপোলির স্টেডিয়ামকে নতুন নামে চিনবে, 'দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়াম' নামে। 




Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages