আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/১২/২০২০ : "আমরা তৃণমূল কংগ্রেসের স্বাভাবিক মৃত্যু চাই, তাই এই রাজ্যে আমরা রাষ্ট্রপতি শাসন চাই না," বললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য্য।
বিজেপি নেতা শমীক ভট্টাচাচার্য্য আজ বলেছেন, "আমরা এই রাজ্যে ৩৫৬ ধারায় রাষ্ট্রপতি শাসন চাইনা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনকে আমন্ত্রণ জানাতে চাইছেন। ২০২১ সালে আমরা তৃণমূল কংগ্রেসের স্বাভাবিক মৃত্যুই চাইছি। রাজ্যের সাধারণ মানুষ এখন ব্যাপকভাবে চাইছেন বিজেপিকে।"
এর আগে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেছেন, "রাজ্যপাল জগদীপ ধনকর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় তাঁর সংখ্যা গরিষ্ঠতা প্রমান করার জন্যে নির্দেশ দিতে পারেন, এমন সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ১৪৯ জন বিধায়ক আছেন কিনা দেখতে চাইতেই পারেন রাজ্যপাল।"
পশ্চিমবঙ্গে অনেক দিন থেকেই রাজ্যপাল ধনকর ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এর আগে মমতা অভিযোগ করেছিলেন, "রাজ্যপাল নিজেই সমান্তরাল প্রশাসন চালাতে চাইছেন।" তবে এটা ঠিক, বেশ কয়েকমাস ধরে বিজেপি নেতারা শাসক দল বিরোধী প্রচার এবং বক্তব্য পেশ করে রাজ্যে রাজনীতির বাজার সরগরম করে রেখেছেন। অমিত শাহ রাজ্যে এসে আগামী বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপিকে ২০০টি আসনে জয়লাভ করার লক্ষমাত্রা স্থির করে দিয়ে গিয়েছেন। সেইমত বিজেপি ব্রিগেড রাজ্যের সর্বত্র প্রচুর কর্মসূচী নিয়ে চষে ফেলতে চাইছে রাজনৈতিক ময়দান। তাদের লক্ষ ২০২১এর বিধানসভার নির্বাচন।