আগামী মার্চ মাসেই কলকাতা পুরসভা নির্বাচন হতে পারে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আগামী মার্চ মাসেই কলকাতা পুরসভা নির্বাচন হতে পারে

Share This

আগামী মার্চ মাসেই কলকাতা পুরসভা নির্বাচন হতে পারে


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/১২/২০২০ :  ফাইনালের আগেই সেমিফাইনাল !  বিধানসভার আগেই আগামী মার্চ মাসেই কলকাতায় হতে চলেছে পুরভোট।

বেশ কয়েক মাস ধরেই রাজ্যের বিভিন্ন পুরসভায় নির্বাচন বাকি রয়েছে। কলকাতা সহ বিভিন্ন পুরসভাগুলিতেই প্রশাসক বা কেয়ারটেকার বসিয়ে কাজ চালানো হচ্ছে।  কলকাতা পুরসভায় ফিরহাদ হাকিম কেয়ারটেকার হিসেবে কাজ করছেন। রাজ্য সরকারের তরফ থেকে কলকাতা পুরভোট করানোর জন্যে নির্বাচন কমিশনকে একটি চিঠি দেওয়া হয়েছে; তাতে বলা হয়েছে রাজ্যে ভোটার তালিকা প্রকাশের দেড় মাসের মধ্যেই কলকাতা পুরসভায় ভোট করানো যেতে পারে। অর্থাৎ আগামী ১৫ই জানুয়ারী ভোটার তালিকা প্রকাশ হয়ে যাবে।তাই মার্চ মাসেই কলকাতায় পুরভোট হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন এই বিষয়ে সুপ্রীম  কোর্টে  হলফনামা জমা করতে পারে। 

বিজেপির তরফ থেকে জানানো হয়েছে মার্চ মাসে পুরভোট হলে তারা প্রস্তুত আছে। আজ সকালে বউবাজারে 'চায়ে পে চর্চা' অনুষ্ঠানে  বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, "শেষমেশ আদালতের চাপে পড়েই রাজ্য সরকার কলকাতায় পুরভোট করতে রাজি হয়েছে। কিন্তু শুধু কলকাতা কেন ? ১১৫টা  পুরসভাতেই নির্বাচন  হোক, তৃণমূলের সামনে বাঘ হয়ে দাঁড়িয়ে আছে বিজেপি। রাজ্যের যেখানেই পুরসাভার নির্বাচন হোক না কেন বিজেপিই জয়লাভ করবে।" 

এদিকে বামফ্রণ্টের তরফেও প্রশ্ন তোলা হয়েছে কলকাতার পুরভোট নিয়ে। বাম নেতারা প্রশ্ন তুলেছেন, "কেন শুধু কলকাতাতেই পুরভোট করানো হচ্ছে ? হাওড়া, আসানসোল, শিলিগুড়ি সহ রাজ্যের বিভিন্ন পুরসভাগুলিতেই দীর্ঘ দিন ধরে  পুর নির্বাচন  ফেলে রাখা হয়েছে। তাই বাকি সব পুরসভাতেই নির্বাচন করানো উচিত।"



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages