আজ খবর (বাংলা), চাকদহ, নদীয়া, ০১/১২/২০২০ : পশ্চিমবঙ্গে বিধানসভা যতই এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতির আবহ। আজ বিজেপি নেতা সায়ন্তন বসু নদীয়ার চাকদহে গিয়ে সুর চড়ালেন তৃণমূলের বিরুদ্ধে।
আজ চাকদহে পথসভায় রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, অন্য সব জায়গায় মত চাকদহতেও তৃণমূলের সন্ত্রাস অব্যাহত। বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর করা হয়েছে। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতেই ভোট করবে বিজেপি। তাই ভোটার তালিকা থেকে তৃণমূলের ভুয়ো ভোটার খুঁজে বের করতে হবে। এছাড়াও কোনো বিজেপি ভোটারের নাম বাদ গেলে সেটাও লক্ষ্য রাখতে হবে।
অন্যান্য জায়গার মত চাকদহতেও 'আর নয় অন্যায়' কর্মসূচি পালন করার পরামর্শ দেন তিনি। চাকদহে এসে আজ সায়ন্তন বসু দলীয় কর্মীদের আরও উজ্জীবিত করার কাজ করে গেলেন। চাকদহ থেকে তিনি দলীয় কর্মসূচী পালন করতে সোজা চলে যান কৃষ্ণনগরে। (দেখুন ভিডিও)