আজ খবর (বাংলা) কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/১২/২০২০ : এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হল শুভেন্দু অধিকারী যোগদান করতে চলেছেন বিজেপিতে। চলতি সপ্তাহেই তিনি বিজেপিতে যোগ করতে চলেছেন বলে জানতে পারা যাচ্ছে সূত্র মারফত। দীর্ঘদিন ধরেই তাঁর দলবদল নিয়ে জলঘোলা হচ্ছিল রাজনৈতিক মহলে।
আজ একটি অরাজনৈতিক মঞ্চে জনসভা করেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেভাবে কোনো বার্তা তিনি দেন নি রাজনৈতিক মহলে। শুধু বলেছেন পার্টি হওয়া উচিত মানুষের জন্যে, মানুষের পক্ষে এবং মানুষের প্রতি। এছাড়াও তিনি বলেছেন নন্দীগ্রাম আন্দোলন কারোর একার কৃতিত্বে হয় নি, তাই নন্দীগ্রাম আন্দোলন কারোর একার নয়। শুভেন্দুবাবু বলেন, "তিনি কোনো পদের লোভে কাজ করেন না"।
সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, আগামী বৃহস্পতিবার দিল্লী যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সেখানে গিয়ে তিনি নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে পারেন। তারপর আগামী শনিবার অর্থাৎ ১৯শে ডিসেম্বর তিনি অমিত শাহের সভায় বিজেপিতে যোগদান করতে পারেন। সূত্র মারফত জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী আগামীকাল বিধায়ক পদ ত্যাগ করতে চলেছেন। কেন্দ্র সরকার তাঁকে নিরাপত্তার জন্যে একটি বুলেটপ্রুফ গাড়ি এবং সিআরপিএফ নিরাপত্তা দেবে। অর্থাৎ শুভেন্দুবাবু বিজেপিতে যোগ দিলে বেশ গুরুত্ত্বপূর্ন পদেই করবেন সেটা বোঝা যাচ্ছে। অর্থাৎ, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।
এদিকে আরও এক তৃণমূল নেতা, বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির অবস্থান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। জিতেন্দ্র তেওয়ারি ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তাঁকে কলকাতায় ডেকে পাঠিয়েছিলেন আলোচনার জন্যে। কিন্তু যেটা জানা যাচ্ছে, রাজ্যের আর এক মন্ত্রী অরূপ বিশ্বাসকে ফোন করে জিতেন্দ্র জানিয়ে দেন, তিনি আজ কলকাতায় আসছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন উত্তরবঙ্গ সফরে, তিনি কলকাতায় ফিরবেন আগামী ১৭ তারিখে। তাই জিতেন্দ্র তেওয়ারি আগামী ১৮ তারিখে কলকাতায় এসে সরাসরি মমতা ব্যান্ডওয়াপধ্যায়ের সাথে কথা বলবেন।