এবার থেকে জিপিএস দিয়ে টোল আদায় করা হবে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এবার থেকে জিপিএস দিয়ে টোল আদায় করা হবে

Share This

এবার থেকে জিপিএস দিয়ে টোল আদায়  করা হবে


আজ খবর ( বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৮/১২/২০২০ :  এবার থেকে ভারতে  জিপিএস প্রযুক্তির মাধ্যমে টোল সংগ্রহ করা হবে বলে জানালেন পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। 

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন এবার থেকে জিপিএস ব্যবস্থা বা গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে টোল সংগ্রহের জন্য সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর উদ্দেশ্য, সারাদেশে অবিচ্ছিন্নভাবে যান চলাচল নিশ্চিত করা। তিনি বলেন, এই প্রযুক্তি ব্যবহারের ফলে আগামী দুবছরে ভারত 'টোল বুথ মুক্ত' হিসাবে পরিগণিত হবে।

দিল্লিতে আজ অ্যাসোচেমের প্রতিষ্ঠা সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, যানবাহনের চলাচলের ভিত্তিতে টোলের পরিমাণ সরাসরি ব্যাংক একাউন্ট থেকে কেটে নেওয়া হবে। তিনি বলেন, এখন প্রায় সমস্ত বাণিজ্যিক যানবাহন ট্র্যাকিং সিস্টেম নিয়ে আসছে। তাই সরকার পুরনো যানবাহন গুলিতে জিপিএস প্রযুক্তি স্থাপনের জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী মার্চ মাসের মধ্যে টোল আদায়ের পরিমাণ ৩৪ হাজার কোটি টাকায় পৌঁছে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। জিপিএস প্রযুক্তি ব্যবহার করলে আগামী পাঁচ বছরের মধ্যে টোল আদায়ের পরিমাণ বেড়ে হবে ১,৩৪,০০০ কোটি টাকা বলে শ্রী গড়কড়ি জানান।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages