আজ খবর ( বাংলা) কোহিমা, নাগাল্যান্ড, ২৪/১২/২০২০ : ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল নাগাল্যান্ড, তবে এবার আর মৃদু ভূমিকম্প নয়, ভালমতোই ঝাঁকুনি অনুভূত হয়েছে নাগাল্যান্ডের বেশ কিছু জায়গায়।
আজ নাগাল্যান্ডের মোককচুং এলাকাতেই সবচেয়ে বেশি অনুভূত হয়েছে ভূমিকম্প। আজ নাগাল্যান্ডের ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৬; আজ দুপুর ১:৩৯ মিনিটে নাগাল্যান্ডে ভূকম্প অনুভূত হয়েছে। তবে এখনো পর্যন্ত নাগাল্যান্ড থেকে কোনোরকম হতাহতের কোনো খবর নেই।
আজ সকাল ৬:৫৬ মিনিটে আসামেও ভূমিকম্প অনুভূত হয়েছে। আসামের ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩.০; এই ভূমিকম্পের উৎস্য কেন্দ্র ছিল আসামের তেজপুরে ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তীব্রতা কম থাকায় এখানেও কোনোরকম ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায় নি।
ভারতে বিভিন্ন জায়গায় প্রায়শই ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। আজ যেমন আসাম ও নাগাল্যান্ডে ভূমিকম্প হল, ঠিক তেমনই এর আগে ২১ তারিখে লাদাখে ভূমিকম্প হয়েছিল, রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৭; তার আগে ১৮ তারিখে দিল্লীতে ভূমিকম্প হয়েছিল, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.২; সেদিন দু'বার কেঁপে উঠেছিল দিল্লী। তার আগের দিন অর্থাৎ ১৭ তারিখে রাজস্থানের জয়পুর কেঁপে উঠেছিল ভূমিকম্পে, রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.০; তার আগের দিন ১৬ তারিখে হিমাচল প্রদেশের মান্ডিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল, রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.২'