আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/১২/২০২০ : শুভেন্দু অধিকারীর সাথে টেলিফোনে কথা হল বিজেপি নেতা এবং বিধানসভা নির্বাচনে বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র।
কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারীর সাথে টেলিফোনে কথা হল কৈলাস বিজয়বর্গীয়র। সূত্র মারফত জানা গিয়েছে দুজনের মধ্যে অন্তত ৪ মিনিট ফোনে কথা হয়েছে। আজ শুভেন্দু অধিকারীর জন্মদিন, তাই ফোনে শুভেন্দুবাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। "শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে যোগ দেন তাহলে বিজেপি আরও শক্তিশালী হবে" বলে আগেই জানিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়।
শুভেন্দু অধিকারী চলতি সপ্তাহেই বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। তিনি সম্ভবত আগামীকাল বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন এবং আগামী বৃহস্পতিবার তিনি দিল্লীতে চলে যাবেন। সেখানে গিয়ে তাঁর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করার কথা আছে। আগামী শনিবার শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে সূত্র মারফত।
আজ হলদিয়ার অরাজনৈতিক জনসভায় শুভেন্দু অধিকারী বলেছিলেন, "নন্দীগ্রাম আন্দোলন কারোর একার আন্দোলন নয়, নন্দীগ্রাম আন্দোলন ছিল একটা গণ আন্দোলন।" এই প্রসঙ্গে আজ বিজেপি নেতা মুকুল রায় বলেছেন, "শুভেন্দু অধিকারী নিজেই গন .আন্দোলনের ফসল। তিনি বিজেপিতে যোগ দিলে স্বাগত।"