শতবর্ষের স্বাধীন ভারত দেশের মানুষের প্রত্যাশাকেও চাপিয়ে যাবে : নরেন্দ্র মোদী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


শতবর্ষের স্বাধীন ভারত দেশের মানুষের প্রত্যাশাকেও চাপিয়ে যাবে : নরেন্দ্র মোদী

Share This

শতবর্ষের স্বাধীন ভারত দেশের মানুষের প্রত্যাশাকেও চাপিয়ে যাবে : নরেন্দ্র মোদী


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৩/১২/২০২০ : আজ কালাবায়ু উদ্যোগ শীর্ষ সম্মেলনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণে আজ মোদী বলেন -

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ౼ প্যারিস চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে এই সম্মেলন। আজ আমরা সকলে আমাদের লক্ষ্য আরো উঁচুতে রেখেছি, আবার আমাদের অতীতকে ভুলে গেলেও চলবে না। আমরা শুধুমাত্র আমাদের উচ্চাকাঙ্ক্ষারই পরিবর্তন ঘটাবো না, একই সঙ্গে যে লক্ষ্য আমরা স্থির করেছি সেই লক্ষ্য পূরণে কতটা সফল হয়েছি সে বিষয়টিও পর্যালোচনা করতে হবে। আর তাহলেই ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা থাকবে।

এই প্রসঙ্গে আপনাদের সঙ্গে আমি একটি তথ্য ভাগ করে নিতে চাই,  তা হল ভারত প্যারিস চুক্তি  অনুযায়ী লক্ষ্য পূরণের দিকে শুধু এগোচ্ছেই না, প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। ২০০৫ সালের হিসেব অনুসারে আমরা আমাদের নিঃসরণের হার ২১% কমিয়েছি। আমাদের সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ২০১৪ সালে ছিল ২.৬৩ গিগাওয়াট। দুই হাজার কুড়ি সালে তা বেড়ে দাঁড়াবে ৩৬ গিগাওয়াটে। সারা বিশ্বের নিরিখে  পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদনের ক্ষমতার হিসেবে আমাদের স্থান চতুর্থ । 
২০২২ সালের আগে এটি পৌঁছাবে ১৭৫ গিগাওয়াটে আর আমরা এখন আরো উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা স্থির করেছি౼ ২০৩০ সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য জ্বালানির ক্ষমতা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৪৫০ গিগাওয়াটে । আমরা আমাদের বনাঞ্চলের পরিমাণ বৃদ্ধি করেছি এবং আমাদের জীববৈচিত্র্যকে রক্ষা করছি। আর,  বিশ্বের আঙিনায় ভারত দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগে পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছেঃ

• আন্তর্জাতিক সৌর  জোট এবং
•  বিপর্যয় ব্যবস্থাপনার মোকাবিলায় পরিকাঠামোর জন্য জোট 
 
২০৪৭ সালে ভারত আধুনিক স্বাধীন রাষ্ট্র হিসেবে ১০০ বছর পূর্ণ করবে। এই গ্রহের সমস্ত সহ নাগরিকদের কাছে আমি জানতে চাই, আমি একটি গুরুত্বপূর্ণ শপথ আজ নিচ্ছি। শতবর্ষের ভারত শুধু তার লক্ষ্যমাত্রা অর্জনে করবে না,  আপনাদের প্রত্যাশাকেও ছাপিয়ে যাবে ধন্যবাদ।

  

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages