আজ খবর (বাংলা), হালিশহর, উত্তর প্রদেশ, ১২/১২/২০২০ : ফের এক বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হালিশহরে। জন সম্পর্ক এবং আর নয় অন্যায় কর্মসূচী পালন করার সময় বিজেপি কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ করেছে বিজেপি।
আজ হালিশহর অঞ্চলে জন সম্পর্ক কর্মসূচী পালন করছিলেন বিজেপি কর্মীরা। হালিশহরের ৬ নম্বর ওয়ার্ডে তাঁরা যখন দলীয় কর্মসূচী পালন করছিলেন, তখনই বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁদেরকে অতর্কিতে আক্রমন করে বলে অভিযোগ উঠেছে। দুষ্কৃতীদের হামলায় মোট ৬ জন বিজেপি কর্মী গুরুতরভাবে আহত হয়েছিলেন, দ্রুত তাঁদেরকে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে; একজনের অপারেশন চলছে বলে জানা যাচ্ছে। তাঁরা জানিয়েছেন তাঁদের ওপর অতর্কিতে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
যে বিজেপির কর্মীর মৃত্যু হয়েছে তাঁর নাম সৈকত ভাওয়াল (৩৫)। সৈকত বিজেপির বুথ সভাপতি ছিলেন। বেশ কিছুক্ষণ রাস্তায় রক্তাক্ত হয়ে পড়েছিলেন তিনি। এই ঘটনার প্রতিবাদে কল্যাণী হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। প্রতিবাদে মুখর হয়েছেন বিজেপি নেতা ও বিজ্পুরের বিধায়ক শুভরাংশু রায়। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, "তৃণমূল আর কোনোভাবেই আমাদেরকে আটকাতে না পেরে হিংসার রাজনীতি করে চলেছে। পশ্চিমবঙ্গে যে আইনের শাসন নেই, তা আমরা আগেই বলেছি অনেকবার।"
এদিকে এই মুহূর্তে ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কের তহবিল সংক্রান্ত পুরোন মামলায় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়ি ঘিরে রেখেছে রাজ্য পুলিশ। যদিও পুলিশের তরফ থেকে কি কারণে তল্লাশি চালানো হচ্ছে, তার কারন জানায় নি পুলিশ।অর্জুন সিংহের বাড়ির ভিতরে তল্লাশি চালাচ্ছে পুলিশ, আর বাইরে রয়েছে ৫০ জনের বেশি পুলিশের বিশাল একটি দলপুরোন সব মিলিয়ে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি।(দেখুন ভিডিও)