আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ১১/১২/২০২০ : এবার চাকরির দাবিতে জলপাইগুড়িতে জাতীয় সড়ক অবরোধ করা হল। যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ল পশ্চিমবঙ্গ থেকে আসাম যাওয়ার রাস্তা।
শুক্রবার সকালে যাঁরা জমি হারিয়েছেন অর্থাৎ জলপাইগুড়ি জেলা ল্যান্ডলুজার কমিটির পক্ষ থেকে পাহাড়পুর মোড়ে জাতীয় সড়ক অবরোধ করা হয়। কমিটির পক্ষ থেকে অভিযোগ জানিয়ে বলা হয়, 'সরকার পক্ষের সাথে দীর্ঘ আলোচনা করার পরেও তাঁদের দাবি নিয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বার বার তদবির করেও কোনো সুরাহার পথ তাঁরা দেখছেন না। তাই একরকম বাধ্য হয়েই তাঁদের আজ অবরোধ করার পথ অবলম্বন করতে হল।'
এই অবরোধের ফলে ওই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রচুর গাড়ি আটকে পড়ে। সাধারণ মানুষকে ব্যাপক অসুবিধায় পড়তে হয়। কিন্তু আন্দোলনকারীরা ছিলেন অনড়। বিক্ষোভে অংশগ্রহণকারী তরুণরা পরিস্কার করে জানিয়ে দেন, "যতদিন না পর্যন্ত তাঁদের চাকরির দাবি পূরণ হবে, ততদিন পর্যন্ত তাঁরা এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন, দরকারে আরও বৃহত্তর আন্দোলনের পথ ধরবেন। মূলতঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যেই তাঁরা আজ এই পথ অবরোধ করেন বলে জানা গেছে। এলাকায় রয়েছে পুলিশবাহিনী।