আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/১২/২০২০ : বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য। আজ হঠাৎ করেই বেশিরকম অসুস্থ হয়ে যাওয়ায় তাঁকে উডল্যাণ্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তিনি আজ ওই হাসপাতালেই ভর্তি হয়েছেন।
আজ বেশিরকম অসুস্থতা বোধ কারায় বুদ্ধদেব ভট্টাচার্য্যকে দুপুর দুটো নাগাদ উডল্যাণ্ড হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।তাঁকে আইসিইউ-এর ফ্লু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বুদ্ধবাবুর শ্বাসকষ্ট রয়েছে। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা রয়েছে ৭০এর নিচে বলে জানতে পারা গিয়েছে। উডল্যাণ্ড হাসপাতালে বুদ্ধবাবুর চিকিৎসার জন্যে ডাক্তারদের একটি দল গঠন করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
বুদ্ধবাবু দীর্ঘদিন ধরেই সিওপিডির রোগী। শ্বাসকষ্টে ভোগেন। তাঁর ফুসফুসের অবস্থা খুব একটা ভাল নয়। শীতকালে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। আজ তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে আর বাড়িতে রাখার সাহস দেখান নি তাঁর পরিবার। তাঁকে দ্রুত উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি করতে তাঁকে নিয়ে এসেছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য্য ও মেয়ে সুচেতনা ভট্টাচার্য্য। এই মুহূর্তে তাঁর ফুসফুসের একটি স্ক্যান করানো হচ্ছে। আজ বুদ্ধবাবুর করোনা পরীক্ষাও করা হবে বলে জানা গিয়েছে।