আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১০/১২/২০২০ : প্রয়াত হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র মা সুমিত্রা বড়াল।গতকাল রাত্রি ১০ নাগাদ তিনি পরলোকে গমন করেছেন।
বেশ কিছুদিন আগেই বাবুল সুপ্রিয়র বাবা সুনীল চন্দ্র বড়াল এবং মা সুমিত্রা বড়াল দুজনেরই করোনা ধরা পড়েছিল। সেই সময় তাঁদের দুজনেরই করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল এবং দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দিন কয়েক আগে বাবুলের বাবার ফের একবার করোনা পরীক্ষা করা হয়েছিল, সেই পরীক্ষায় সুনীলবাবুর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দিন সাতেক আগে বাবুলের মায়ের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছিল না; এরপর সুমিত্রাদেবীর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। গতকাল রাতে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন।