ভারত তৈরি করল অত্যাধুনিক কার্বাইন বন্দুক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভারত তৈরি করল অত্যাধুনিক কার্বাইন বন্দুক

Share This

ভারত তৈরি করল অত্যাধুনিক কার্বাইন বন্দুক
কার্বাইন হাতে প্রতিরক্ষা মন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং (ফাইল চিত্র)


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত,  ১১/১২/২০২০ : ভারত এমন একটি অত্যাধুনিক কার্বাইন স্বয়ংক্রিয় বন্দুক তৈরি করেছে, যা প্রচন্ড উষ্ণ এবং ঠাণ্ডা দুই আবহাওয়াতেই সমানভাবে ব্যবহার করা যাবে। 

প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থা (ডিআরডিও) ৫.৫৬ x ৩০ মিলিমিটারের রক্ষণাত্মক কার্বাইন উদ্ভাবন করেছে। ৭ই ডিসেম্বর চূড়ান্ত পর্যায়ে এই কার্বাইনটির সফল পরীক্ষা করা হয়েছে। তীব্র গরমে পরীক্ষা চালানোর পর উঁচু জায়গায় শীতকালে এটির সফল পরীক্ষা হয়েছে। এই কার্বাইনটি আধা স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে ব্যবহার করা যায়। এই ধরণের অস্ত্র গ্যাসের মাধ্যমে চালানো হয়। ভারতীয় সেনাবাহিনীর পুণের আগ্নেয়াস্ত্র গবেষণা ও উন্নয়ন সংস্থা এই কার্বাইনটি উদ্ভাবন করেছে। অস্ত্রটি কানপুরের স্মল আর্মস ফ্যাক্টরি থেকে এবং পুণের অ্যাম্যুনিশন ফ্যাক্টরি থেকে এর গোলাবারুদ তৈরি করা হয়েছে।  

এই যন্ত্রটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিভিন্ন বাহিনী ব্যবহারের উদ্যোগ নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং, এবছরের লক্ষ্নৌ ডেফ এক্সপোতে এই কার্বাইনটির ব্যবহার সূচনা করেছেন। ডিআরডিও-র চেয়ারম্যান ড. সতীশ রেড্ডি এই কার্বাইনটির উদ্ভাবন এবং উৎপাদনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages