আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৭/১২/২০২০ : উপজাতিদের তৈরি বিভিন্ন পণ্য দ্রুত বাজারজাত করা এবং ক্রেতাদের কাছে সেই পণ্য আরও বেশি আকর্ষণীয় করে তুলতে প্রতিনিয়ত প্রয়াস চালানো হচ্ছে।
উপজাতি সম্প্রদায়ের তৈরী লক্ষ লক্ষ পণ্যসামগ্রী যাতে আরও বেশি বৃহত্তর বাজারে ছড়িয়ে পড়তে পারে তারজন্য উদ্যোগ নেওয়া হয়েছে । ট্রাইবস ইন্ডিয়া চলতি সপ্তাহে ৪৬টিরও বেশি নতুন ধরণের উপজাতিদের তৈরী পণ্য মূলত বনাঞ্চলের সতেজ ও জৈব শ্রেণীভুক্ত সামগ্রী বিক্রি শুরু করেছে। ইতিমধ্যে ১২৫টি ট্রাইবস ইন্ডিয়া আউটলেটে সমস্ত নতুন ধরণের পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে। এমনকি ট্রাইবস ইন্ডিয়ার ভ্রাম্যমান ভ্যান এবং ট্রাইবেস ইন্ডিয়ার ই-মার্কেট প্লেসে এই সামগ্রীগুলি বিক্রি করা হচ্ছে।
ট্রাইফেডের কার্যনির্বাহী অধিকর্তা শ্রী প্রবীর কৃষ্ণা জানান, ট্রাইবস ইন্ডিয়া উপজাতি সম্প্রদায় মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসতে এবং জীবনযাত্রার মান পরিবর্তনে প্রয়াস চালিয়ে যাচ্ছে।"গো ভোকাল ফর লোকাল গো ট্রাইবাল" এই মন্ত্রকে কাজে লাগিয়ে ট্রাইফেড উপজাতি সম্প্রদায়ের সামগ্রী, উপাদন বিক্রি বৃদ্ধি এবং উপজাতিদের জীবনযাত্রার মানোন্নয়নে উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ট্রাইবেস ইন্ডিয়া ই-মার্কেট প্লেসের সূচনা করেছে। এখানে ভারতের বৃহত্তম হস্তশিল্প এবং জৈব পণ্যগুলি বিক্রি করা হয়েছে। দেশজুড়ে ক্রেতাদের কাছে এই হস্তশিল্প কলাকে তুলে ধরতে সবরকম প্রয়াস চালানো হচ্ছে।
Loading...