আজ খবর (বাংলা), ওভাল, অস্ট্রেলিয়া, ০৪/১২/২০২০ : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচ জিতে নিল ভারত। প্রথম টি ২০ ম্যাচে ১১রানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া।
টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাট করতে পাঠায় ভারতকে। আজ প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৭ উইকেট খুইয়ে মোট ১৬১ রান তোলে। ভারতের হয়ে উল্লেখযোগ্য রান তোলেন কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং সঞ্জু স্যামসন। রাহুল ৪০ বলে ৫১ রান তোলেন, রবীন্দ্র জাদেজা ২৩ বলে ৪৪ রান তোলেন এবং সঞ্জু স্যামসন ১৫ বলে ২৩ রান তোলেন।
অস্ট্রেলিয়া ১৬২ রানের টার্গেট নিয়ে খেলতে নামে। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান শর্ট ৩৮ বলে ৩৪ রান, ফিঞ্চ ২৬ বলে ৩৫ রান, স্মিথ ৯ বলে ১২, ম্যাক্সওয়েল ৩ বলে ২, হেনরিকে ২০ বলে ৩০, ম্যাথ্যু ওয়েড ৯ বলে ৭, সিন্ এবট ৮ বলে ১২, স্টার্ক ২ বলে ১ এবং সোয়েসন ৫ বলে ১২ রান করেন। অস্ট্রেলিয়ার স্কোর গিয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১৫০ রান (২০ ওভার).
ভারতের হয়ে আজ অসাধারন বল করেছেন যজুবেন্দ্র চহল, তিনি ২৫ রান দিয়ে ৩টি উইকেট পেয়েছেন। আজকের ম্যাচে তিনিই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। নবাগত নটরাজন ৩০ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন এবং দীপক চাহার ১টি উইকেট পেয়েছেন। ১১ রানে জিতে টি ২০ সিরিজে ১-০ স্কোরে এগিয়ে রইল ভারত।