উটির বনপথে উজ্জ্বল রং-এর ট্রেন বন্ধ করার দাবী উঠল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


উটির বনপথে উজ্জ্বল রং-এর ট্রেন বন্ধ করার দাবী উঠল

Share This
উটির বনপথে উজ্জ্বল রং-এর ট্রেন বন্ধ করার দাবী উঠল


আজ খবর (বাংলা), উটি, তামিলনাড়ু, ১৮/১২/২০২০ : দক্ষিণ ভারতে নীলগিরি মাউন্টেন রেলওয়ের একটি বিশেষ ট্রেনকে নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে শুধুমাত্র ট্রেনের বাইরের গায়ের রং-এর জন্যে। শুধুমাত্র এই কারণেই সমালোচনার মুখে পড়তে হয়েছে রেল কর্তৃপক্ষকে।  আপাতত এই ট্রেনের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

নীলগিরি মাউন্টেন রেলের উটি যাওয়ার একটি ট্রেন পরিচালনা করে 'প্রাইভেট প্লেয়ার্স' নামে একটি সংস্থা। উটির ট্রেনটির গায়ে এর আগে কালচে নীল রং ছিল, কিন্তু সম্প্রতি সেই রং-এ কিছুটা পরিবর্তন করে উজ্জ্বল নীল রং লাগানো হয়েছে এবং তার সাথে কম্বিনেশন করে উজ্জ্বল গেরুয়া রং লাগানো হয়েছে। নতুন রং এ রাঙ্গিয়ে ট্রেনগুলির যাত্রা শুরুও হয়ে গিয়েছে পর্যটনকেন্দ্র উটির অভিমুখে।

কিন্তু গোল বেঁধেছে এখানেই। বনদপ্তর এবং কয়েকটি পশুপ্রেমী সংস্থা ওই ট্রেনের নতুন রং এর সমালোচনা করে জানিয়েছে, 'ওই ট্রেনগুলিকে রীতিমত উজ্জ্বল রং  দিয়ে নতুন করে রাঙানো হয়েছে। অথচ ওই ট্রেন তার যাত্রাপথের মধ্যে ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে ঘন অরণ্যের মধ্যে দিয়ে। যে অরণ্যে ঘুরে বেড়ায় হাতির দল এবং অন্যান্য পশুরা। ট্রেনের ওই উজ্জ্বল রঙ বন্য পশুদের আকর্ষণ করতে পারে। তাদেরকে উস্কে দিলে তারা ট্রেনকে আক্রমন করে বসতে  পারে। তাতে যাত্রীদের আহত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। তাছাড়া এভাৱে বন্য পশুদের নিয়ম করে বার বার অশান্ত করে তোলা উচিত নয়।'

বন্  দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছে 'ওয়াইল্ড লাইফের একটা নিয়ম রয়েছে, ঘন অরণ্যের মধ্যে উজ্জ্বল রং-এর কোনো কিছুই থাকা উচিত নয়, উজ্জ্বল রং -এর উপস্থিতি বন্য পশুকে আকর্ষণ করতে পারে এবং তাদেরকে ক্ষেপিয়ে তুলতে পারে'। আপাতত উটির অভিমুখে উজ্জ্বল রংওলা ওই ট্রেনের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। তবে শনি  ও রবিবার ওই ট্রেন চালানো হচ্ছে। সপ্তাহের অন্যান্য কম ট্রেন চালানো হচ্ছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages