আজ খবর (বাংলা), জয়পুর, রাজস্থান, ৩১/১২/২০২০ : করোনা আতঙ্কের মাঝেই রাজস্থানের ঝালাওয়ারে দেখা দিয়েছে আবিয়ান ফ্লু। ওই এলাকায় ১৫০র বেশি কাকের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত।
রাজস্থানের ঝালাওয়ারের কালেক্টর জানিয়েছেন, "ঝালাওয়ারের রাদি এলাকায় আবিয়ান ফ্লু ছড়িয়ে পড়েছে। গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়েছে। ওই এলাকায় কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। ওই অঞ্চলের মুরগির যে পোল্ট্রি ফার্মগুলি আছে এবং মাংসের দোকানগুলি আছে সেখান থেকে নমুনা সংগ্ৰহ করা হয়েছে।"
তিনি বলেন, "যদি দেখা যায় আবিয়ান ফ্লু পোল্ট্রিগুলিকেও গ্রাস করেছে, তাহলে প্রত্যেক পোল্ট্রি ফার্মের মুরগিগুলিকে কালিং করে মেরে ফেলা হবে, এবং সেই অনুপাতে খামার মালিকদের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে।."
ঝালাওয়ারের জেলাশাসক ইতিমধ্যেই রাদি এলাকায় আবিয়ান ফ্লু ছড়িয়ে পরার বিষয়টি স্বীকার করে নিয়েছেন এবং ওই এলাকায় বন দপ্তর এবং পশু কল্যাণ দপ্তরকে যৌথভাবে পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ওই এলাকা থেকে ইতিমধ্যেই যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, তা ভোপালের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ওই এলাকায় প্রশাসন সাধারণ মানুষকে সর্তক করার কাজ করছে।