আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৩/১২/২০২০ : সমাজে অবহেলিত নিপীড়িত মানুষদের অধিকার আদায়ের দাবীতে অনবরত যাদের সংগ্রাম। যাদের হাত ধরে সমাজে মাথা উচু করে বাঁচার সাহস পায় সমকামীরা। মানব সমাজে তাদেরও যে সম অধিকার রয়েছে তা প্রমাণ করে দিতে পাশে দাঁড়াচ্ছে যাদের হাত । মহিলা পুরুষ নির্বিশেষে একসাথে পথ চলার সাথে সাথে পায়ে পা মিলিয়ে চলার পথ দেখান যারা। তারাই তো প্রকৃত পথপ্রদর্শক। সমাজের গণতান্ত্রিক প্রয়োজনের উপলব্ধি যোগাযোগ কেন্দ্র সমাজে মানুষের প্রাপ্য ন্যায্য অধিকার আদায়ের জন্যে লড়ে চলেছে।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বরাহনগরে এক পথসভার মাধ্যমে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। Society for communication perception of democratic requirements এর পরিচালনায় এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। Society for communication perception of democratic requirements এর রাজ্য সভাপতি তুহিনা সেনগুপ্ত এবং সংগঠনের রাজ্য সম্পাদক আশীষ ব্যানার্জীর তত্বাবধানে এইদিনের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই অনুষ্ঠানের মঞ্চ থেকে সমকামী এবং রুপান্তরকামীদের বিশেষ স্বীকৃতি দিতে তাদের সন্মানীত করা হয়।
এইদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Society for communication perception of democratic requirements এর কেন্দ্রীয় সভাপতি তারাপদ দাস, Society for communication perception of democratic requirements এর সহ সভাপতি মিন্টু দাস, নবান্নের একজন পুলিশ অফিসার তথা সমাজকর্মী সুদীপ ব্যানার্জী , পানিহাটি কল্যাণ সমিতির সম্পাদক শঙ্কর বিশ্বাস, বিশিষ্ট লেখক ডঃ মানস সেনগুপ্ত, নেতাজী বিচার ফাউন্ডেশনের সম্পাদক সঞ্জয় পাল, লাকি এডুকেশন সেন্টারের কর্ণধার বুদ্ধদেব দে এবং তুহিনা সেনগুপ্ত এবং অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিত্বরা। এই অনুষ্ঠানের মঞ্চ থেকে এলাকার বেশ কিছু প্রতিবন্দীদের হাতে সম্বোর্ধনা জানাতে বিশেষ উপহার প্রদান করা হয়।
রিপোর্ট : সৃঞ্চিনী পোদ্দার