মৌনী অমাবস্যা পালন করতে ব্যাপক ভীড় প্রয়াগরাজের সঙ্গমে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মৌনী অমাবস্যা পালন করতে ব্যাপক ভীড় প্রয়াগরাজের সঙ্গমে

Share This

মৌনী অমাবস্যা পালন করতে ব্যাপক ভীড় প্রয়াগরাজের সঙ্গমে


আজ খবর (বাংলা), প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ, ১৪/১২/২০২০ : আজ 'মৌনী অমাবস্যা' উপলক্ষে অসংখ্য মানুষ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভীড় করেছেন পুন্য স্নান করার জন্যে। 

আজ মৌনী অমাবস্যা, হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে আজকের দিনে একটা আলাদা তাৎপর্য রয়েছে, আজ হিন্দুরা প্রয়াগরাজে জড়ো হয়েছেন পুন্য স্নানেরজন্যে। হিন্দুরা বিশ্বাস করেন প্রয়াগরাজ অঞ্চলেই গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মহা সঙ্গম, তাই আজ ভোরবেলায় পুন্য লগ্নে সঙ্গমের কাছে নদীর জলে পুন্য স্নান সেরে নেওয়ার সুযোগ কেউই ছাড়তে চাইছেন না। এই উপলক্ষে আজ প্রয়াগরাজে ব্যাপক ভীড় লক্ষ করা গিয়েছে। চলছে পূজা পাঠের পালা।

তবে এই মুহূর্তে দেশে করোনা আবহ চলছে, অথচ প্রয়াগরাজের সঙ্গমে অসংখ্য মানুষের ভীড় রয়েছে, কিন্তু তাঁদের মধ্যে স্বাস্থ্য বিধি মেনে চলার লক্ষণ দেখা যায় নি। তাঁদের মধ্যে সামাজিক দূরত্ব পালন বা মুখে মাস্ক ব্যবহার কোনটাই সেভাবে দেখতে পাওয়া যায় নি। গঙ্গার ঘাটে পুলিশ মোয়াতেন রয়েছে যথেষ্ট পরিমাণে, সরকারের তরফ থেকে বার বার স্বাস্থ্য বিধি পালন করার কথা ঘোষণা করা হচ্ছে। কিন্তু সেভাবে কেউই স্বাস্থ্যবিধি পালন করছেন না; যদিও আজ মৌনী অমাবস্যা পালন করতে হিন্দুরা আজ আরাদিন মৌন ব্রত অবলম্বন করবেন। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages