![]() |
মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (ফাইল চিত্র) |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১১/১২/২০২০ : আগামী ১৪ তারিখে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের তলব অনুযায়ী দিল্লী গিয়ে জবাবদিহি করতে যাচ্ছেন না রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি।
আজ তৃণমূল ভবন থেকে তৃণমূল নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়ে দেন, "ভারতবর্ষে এমন কোনো আইন নেই, যে রাজ্যে কোথাও কোনো ঘটনা ঘটলে তার জন্যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিকে দিল্লীতে ডেকে পাঠিয়ে জবাবদিহি করবে, এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে পড়ে না।" এরপরেই রাজ্যের মুখ্য সচিব কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখে জানিয়ে দেন গতকাল শিরাকোলে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার তদন্ত চলছে, তাই মুখ্য সচিব বা ডিজির পক্ষে দিল্লীতে গিয়ে দেখা করা সম্ভব নয়। তাঁরা দুজন কেউই আগামী ১৪ তারিখে দিল্লীতে যাচ্ছেন না।
গতকাল শিরাকোলে জে পি নাড্ডার কনভয়ে হামলা চলেছিল। সেই ঘটনা নিয়ে আজ রাজ্য পুলিশের তরফ থেকে মুহ্যমন্ত্রীর কাছে একটি রিপোর্ট জমা পড়েছে। যেখানে জানানো হয়েছে, 'গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ। এই ব্যাপারে পুলিশ মোট ৩টি ধারায় মামলা করেছে। যে ধারাগুলিতে মামলা করা হয়েছে সেগুলি হল ৫০৬, ৪২৭ এবং ১৮৬;'
রাজ্য পুলিশ জানিয়েছে গতকাল ঘটনাস্থলে বিজেপি নেতাদের সুৰক্ষাৰ জন্যে ১টি পাইলট, ৪ জন এসপি, ৮ জন ডিএসপি, ৮ জন ইন্সপেক্টর, ১৪৫ জন কনস্টেবল এবং ৩৫০ জন সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা ছিল। গতকালের ঘটনায় তল্লাশি চালিয়ে পুলিশ এখনো পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে বলে জানানো হয়েছে রিপোর্টে। পুলিশ জানিয়েছে এই ব্যাপারে তারা আরও তদন্ত চালাচ্ছে। ডায়মন্ড হারবারে কোনো ঘটনা ঘটেনি।
তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে "গোটা ঘটনা ঘটেছে বিজেপি নেতা রাকেশ সিং-এর উস্কানিতে। গতকাল যখন বিজেপির কনভয় তৃণমূলের মঞ্চের কাছাকাছি আসে, তখন রাকেশ সিং গাড়ি থেকেই বিশ্রীভাবে অঙ্গভঙ্গি করেছিলেন। গোটা ঘটনার সূত্রপাত তা থেকেই। রাকেশ সিং একজন অপরাধী। জে পি নাড্ডা অপরাধীদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন।"
তৃণমূলের অভিযোগ খণ্ডন করে দিয়েছে বিজেপি। বিজেপি বলেছে "পশ্চিমবঙ্গে আদৌ সংবিধানের শাসন নেই।" মুকুল রায় গতকালই বলেছিলেন, "পশ্চিমবঙ্গে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত।"