মমতা কৃষকদের পাশে ছিলেন, আছেন, থাকবেন : পার্থ চ্যাটার্জি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মমতা কৃষকদের পাশে ছিলেন, আছেন, থাকবেন : পার্থ চ্যাটার্জি

Share This

মমতা কৃষকদের পাশে ছিলেন, আছেন, থাকবেন : পার্থ চ্যাটার্জি


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৩/১২/২০২০ : আজ কৃষক দিবসের দিনে কেন্দ্রের আনা কৃষি বিল নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমন করলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি।

আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে পার্থ চ্যাটার্জি বলেন, "কেন্দ্র সরকার দেশের অন্নদাতা কৃষকদেরকে আক্রমন করে দেশে অন্ন সঙ্কট তৈরি করার চেষ্টা করছে। আন্দোলনরত কৃষকদের পাশ আমরা আছি, ছিলাম এবং থাকব। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছেন।" 

এদিন পার্থবাবু বলেন, "আমাদের রাজ্যে কৃষকদের সবরকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে কৃষকদের আয় বেড়েছে ৩ গুন্। কৃষকদের অগ্রিম পেনশন দেওয়া হচ্ছে ২০০০ টাকা করে। জমির রাজস্ব বা কর দিতে হচ্ছে না।কৃষকদের ফসল বীমা রাজ্য সরকার বহন করে। আমাদের রাজ্যে ৭৩ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। উৎপাদিত ফসল রাজ্য সরকার MSP র কিনে নেয়। আজ কৃষক দিবসে আমরা কৃষক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।"

এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে পার্থ চ্যাটার্জি বলেন, "দুয়ারে সরকার প্রকল্পের সাফল্য ঐতিহাসিক। জনজোয়ার দেখে এই প্রকল্পকে কটাক্ষ করছে বিজেপি। ওদের নিজেদের সংঠনের ওপর কোনো জোর নেই, তাই ওরা অন্যের ঘর ভাঙাবার চেষ্টা করছে। ওরা সব কিছুতেই কাটমানির 'কাট' দেখে, আমি বলছি ওরা বাংলা থেকেই 'কাট' হয়ে যাক।"

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর প্রসঙ্গে পার্থবাবু বলেন, "আদিবাসীর ঘরে গিয়ে উনি নাটক করেছিলেন, এবার বাউলের ঘরে গিয়ে গান শুনেছেন। কিন্তু তাদের মনের কথা শোনেন নি। আজ উনি ১৬ পদের খাবার খাচ্ছেন ! ডাল ভাত খেয়ে সংস্কৃতি বদলানো যায় না। আসলে এখানে মানুষের কথা কেউ ভাবে না। সেই কাজটা শুধুমাত্র করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ওপর মানুষের অগাধ ভরসা। মানুষ তাঁর ওপর আক্রমন মেনে নেবে না।."

দলের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেওয়া মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে দুবার নিজের বাড়িতে ডেকে বৈঠক করেছিলেন পার্থবাবু, তবু আজ রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পার্থ চ্যাটার্জি কোনো মন্তব্য করতে চান নি। তবে বিজেপির প্রসঙ্গ টেনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "ওরা কেন্দ্র সরকারের বলে বাহুবলি হয়ে রাজ্যে অপপ্রচার করে চলেছে। কিছু মিডিয়াও ওদের সমর্থন করছে। সেটা খুবই খারাপ ব্যাপার। এতদিন ওরা স্বামীজীর কথা ভাবেন নি, এতদিন পর হঠাৎ স্বামীজীর কথা মনে পড়ল !"


এদিকে দিল্লী-হরিয়ানা সীমান্তে সিংঘু বর্ডারে কেন্দ্রের কৃষি আইনএর বিরোধিতায় বিক্ষুব্ধ কৃষকরা রিলে অনশন চালিয়ে যাচ্ছেন। প্রচন্ড ঠাণ্ডার মধ্যে খোলা আকাশের নিচে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাঁদের পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন। আজ তৃণমূল কংগ্রেসের ৫ সাংসদ সিংঘু বর্ডারে গিয়ে আন্দোলনরত কৃষকদের সাথে গিয়ে দেখা করে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের কথা তাঁদেরকে জানান। তৃণমূলের প্রতিনিধি দলে যে ৫ সাংসদ ছিলেন তাঁরা হলেন, ডেরেক ও ব্রায়েন, শতাব্দী রায়, প্রসূন  ব্যানার্জি, প্রতিমা ব্যানার্জি ও মহম্মদ নাজিমুল হক।



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages