সব কিছুতেই এগিয়ে বাংলা, বাংলার উন্নয়ন কি দেখতে পান না ? : মমতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সব কিছুতেই এগিয়ে বাংলা, বাংলার উন্নয়ন কি দেখতে পান না ? : মমতা

Share This

সব কিছুতেই এগিয়ে বাংলা, বাংলার উন্নয়ন কি দেখতে পান না ? মমতা


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২২/১২/২০২০ : আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সব প্রশ্নের জবাব দিয়ে বললেন, "আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, আপনার উচিত আমাকে খাওয়ানো,, আমি ধোকলা খেতে ভালবাসি।"  

দুদিন আগেই দুদিনের সফরে পশ্চিমবঙ্গে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে একগাদা অভিযোগ করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের তোলা সেইসব অভিযোগেরই উত্তর দিয়ে দিলেন। তিনি বলেছেন, "বাংলার বদলাম করছেন অমিত শাহ। উনি খালি বলেন বাংলায়  উন্নয়ন হয় নি,  ১১ বছর আগে কোথায় ছিলেন ? আমি বলছি, বহু ক্ষেত্রে বাংলা ১ নম্বরে রয়েছে। ১০০ দিনের কাজে বাংলা রয়েছে ১ নম্বরে, গ্রামীণ রাস্তা বানানোর কাজেও বাংলা ১ নম্বরে রয়েছে, MSME তেও বাংলা ১ নম্বরে রয়েছে, উৎকর্ষতা বৃদ্ধিতেও বাংলা ১ নম্বরে রয়েছে। আমাদের রাজ্যে জঙ্গল মহল, পাহাড়ে শান্তি রয়েছে। গোটা রাজ্যেই শান্তি রয়েছে। এখানে মহিলারা সুরক্ষিত আছেন। কেন্দ্র সরকার একরকম কথা বলে আর  আপনি আর এক রকম কথা বলছেন ?"

রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "অন্যান্য অনেক রাজ্যের থেকে ভাল জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্যে স্কুলছুটের পরিমাণ অনেক কমেছে। সরকারি হাসপাতালে সুব্যবস্থা রয়েছে। বাংলায় সব উৎসব নির্বিঘ্নে পালিত হয়। বাংলায় শিশুমৃত্যুর হার কমে ২২% হয়েছে। স্কুল নিয়ে প্রশ্ন তুলেছিলেন অমিত শাহ, উনি নাকি অনেক স্কুলে ফার্নিচার দেখতেই পান নি। আমি বলছি, বাংলার ৯৯.৩৬% স্কুলে বিদ্যুৎ রয়েছে, ১০০% স্কুলে টয়লেট রয়েছে, ৯৮% স্কুলে ফার্নিচার রয়েছে যথাযথ। বাংলা প্রায় সব কিছুতেই এগিয়ে রয়েছে।বাংলার উন্নয়ন কি দেখতে পান না ?  রাজ্যে আত্মহত্যা বা অন্য কোনো কারনে মৃত্যু হলেও আপনারা বলছেন রাজনৈতিক খুন ? শুধু বাংলার আইন শৃঙ্খলা নিয়েই কথা বলছেন, অন্য রাজ্যে কি হচ্ছে ?"

মমতা আজ জানান, "আমাদের রাজ্যে ৪২টি বিশ্ববিদ্যালয় আছে, কলেজের সংখ্যা বেড়ে হয়েছে ১,৯৬০টি. কর্তব্যরত অবস্থায় আমাদের রাজ্যে মোট ৩৪৫ জন সিভিক ভলেন্টিয়ার মারা গিয়েছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, মৃত সিভিক ভালেন্টিয়ারদের পরিবারের একজনকে সিভিক ভালেন্টিয়ারের চাকরি .দেওয়া হবে। এছাড়া আমরা যেটা বলেছিলাম সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেওয়া হবে, এখন আমরা দেখছি একসাথে এত পরিমাণ ট্যাব আমরা কিনতে পারছি না।ভারতীয় কোম্পানীগুলোর কেউ সাপ্লাই দিতে পারছে না। আমরা চাইনিজ ট্যাব নিতে চাই না, ভারত সরকারের নিষেধাজ্ঞাও আছে। এই কারণে আমরা ঠিক করেছি প্রত্যেক পড়ুয়াদের একাউন্টে আমরা ১০ হাজার টাকা করে দিয়ে দেব যাতে তারা ওই টাকা দিয়ে ট্যাব বা স্মার্ট ফোন কিনে নিতে পারে। এছাড়া আমি জানিয়ে দিচ্ছি, আগামী ৩১শে জানুয়ারি অফলাইনে টেট  পরীক্ষা নেওয়া হবে রাজ্যে।" 

-----------------------------------------------------------------------------------------------------------------------

জম্মু ও কাশ্মীরে নির্বাচনের গণনায় এগিয়ে থাকার ফলাফল -



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages