শুভেন্দুর নতুন স্লোগান 'তোলাবাজ ভাইপো হঠাও' - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


শুভেন্দুর নতুন স্লোগান 'তোলাবাজ ভাইপো হঠাও'

Share This

শুভেন্দুর নতুন স্লোগান 'তোলাবাজ ভাইপো হঠাও'


আজ খবর (বাংলা), মেদিনীপুর, পশ্চিমবঙ্গ,১৯/১২/২০২০ : আজ পশ্চিমবাংলার রাজনীতিতে গুরুত্ত্বপূর্ণ একটা দিন। আজ গোটা বাংলার মানুষ রাজনৈতিক দলবদলের মেগা শো-এর সাক্ষী থেকে গেলেন। যে মেগা শো-এর আকর্ষণ বিন্দুতে ছিলেন মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী।

বিজেপিতে যোগাদানের পর শুভেন্দু আজ বলেন, "বিশ্বের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের সদস্য হলাম।  বিজেপির  দেশপ্রেম মনকে শক্তি যোগায়।" শুভেন্দু আজ বলেন, "যখন আমি করোনা আক্রান্ত হয়েছিলাম, যাদের জন্যে  ২১বছর ঘাম ঝাড়িয়েছি, তারা কেউ খোঁজ নেয় নি, অথচ দিল্লী থেকে অমিত শাহ দুবার আমার খোঁজ নিয়েছিলেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ, তিনি আমার বড় দাদার মত। আজ তাঁর সামনেই আমি বিজেপিতে যোগ দিলাম। মুকুলদা আমার আমার আত্মসম্মান বোধ জাগ্রত করেছেন এবং আমায় বিজেপিতে যোগ দিতে বলেছিলেন। আগামীকাল থেকেই আমি লড়াইয়ের  ,মাঠে নেমে পড়ব।  বুথে বুথে পাড়ায় পাড়ায় ঘুরে কাজ করব। আমাকে দেওয়াল  লিখতে বললে দেওয়াল লিখব, পতাকা বাঁধতে বললে পতাকা বাঁধবো, একজন সাধারণ কর্মী হয়ে ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টা কাজ করব। শুভেন্দু অধিকারী মাতব্বরি করবে না।"

শুভেন্দু অধিকারী জনসভার মঞ্চ থেকে বলেন, "আমাকে বিশ্বাসঘাতক বলছে ? যারা ১৯৯৮ সালে অটল বিহারী বাজপেয়ীর আশীর্বাদ না পেলে বাড়ি থেকেই বের হতে পারত না, তারা আজ বিশ্বাসঘতকতার কথা বলছে ? আমি দেখিয়ে দেব বিশ্বাসঘাতক কে ? যেখানে বিশ্বাস নেই, যেখানে আত্মসম্মান নেই, সেখানে আমি থাকব না। আমি বলে যাচ্ছি, আগামী নির্বাচনে বিজেপিই প্রথম হবে এবং পশ্চিমবঙ্গে সরকার তৈরি করবে। আমি বিশ্বাস করি দিল্লী এবং কলকাতায় একই সরকার থাকলে সবচেয়ে ভাল হবে। "

শুভেন্দু বলেন, "আমি নাকি মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছি ? কিসের মা ? আমার মায়ের নাম হল গায়েত্রী অধিকারী। তিনিই আমার মা, এর বাইরে আমার আর একজন মা আছেন, তিনি হলেন ভারত মাতা, আমার আর কোনো মা নেই। অন্য কাউকে মা বলতে পারব না। আমরা আগে ভারতীয়, তারপরে বাঙালি। আমি আজ নতুন স্লোগান দিয়ে যাচ্ছি, সেটা হল 'তোলাবাজ ভাইপো হঠাও'।". 

শুভেন্দু আজ বলেন, "তৃণমূলের প্রতিষ্ঠাতারাই আজ কোনঠাসা। তৃণমূল দলে পচন ধরেছে। দলের থেকে ব্যক্তিকেই ওখানে বেশি প্রাধান্য দেওয়া হয়। গত ১০ বছরে কোনো পরিবর্তন হয় নি তৃণমূলে।" 





Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages