আজ খবর (বাংলা), কাঁথি, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ২৪/১২/২০২০ : পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শুরু হল সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর মেগা মিছিল। এই মুহূর্তে কাঁথির রং গেরুয়া হয়ে গিয়েছে।
গতকাল শুভেন্দু অধিকারীর পাড়ায় গিয়ে মিছিল ও জনসভা করেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা সৌগত রায় এবং ফিরহাদ হাকিম। দুই নেতাই ব্যাপকভাবে কটাক্ষ করেছিলেন তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে। বেশ কড়া ভাষা প্রয়োগ করে গতকাল তৃণমূল নেতারা শুভেন্দুর সমালোচনা করেছিলেন। তৃণমূলের তরফ থেকে বের করা হয়েছিল বড়সড় মিছিল এবং বাইক ৱ্যালি।
গতকাল সৌগত রায় দাবী করেছিলেন কাঁথি মেচেদার মানুষ এতবড় মিছিল কখনো দেখেন নি। তাই আজ শুভেন্দু অধিকারীর রোড শো শুভেন্দু অধিকারীর কাছে কার্যত প্রেস্টিজ ফাইট হয়ে উঠেছে। আজ কিছুক্ষণ আগেই শুরু হয়েছে মেগা মিছিল, বাইপাস থেকে কাঁথি বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে এই মহামিছিল। এরপর কাঁথি বাস স্ট্যান্ডে শুভেন্দু জনসভা করবেন। এই মুহূর্তে হাজার হাজার বিজেপি যুব কর্মীরা জয় শ্রী রাম ধ্বনিতে কাঁথি শহরকে কার্যত স্তব্ধ করে দিয়েছেন। চতুর্দিকে শুধু বিজেপির পতাকা। শুভেন্দুর সাথে রয়েছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ , জয়প্রকাশ মজুমদার ও শঙ্কুদেব পান্ডা।
আগামী ২৭শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী দাঁতনে সভা করবেন বলে জানিয়েছেন । তবে তিনি এই মুহূর্তে শুধু পূর্ব মেদিনীপুরেই নয়, গোটা রাজ্য জুড়েই প্রচারকার্য্য চালিয়ে যাবেন। তিনি বলছেন, "কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে."