আজ খবর (বাংলা), পানিহাটি ও কামারহাটি, পশ্চিমবঙ্গ, ১৬/১২/২০২০ : আজ পানিহাটিতে বঙ্গধ্বনি যাত্রা অনুষ্ঠান কর্মসূচীতে প্রচারের ঝড় তুললেন পালিহাটী এলাকার তৃণমূল নেতা কর্মীরা। কিন্তু কামারহাটিতে সাংবাদিকদের প্রশ্নের সামনে নিজের মেজাজ হারালেন তৃণমূল নেতা সৌগত রায়।
পানিহাটিতে আজ বিধায়ক নির্মল ঘোষের নেতৃত্বে বঙ্গধ্বনি যাত্রার আয়োজন করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থক সেই কর্মসূচীতে অংশগ্রহণ করেছিলেন। কর্মসূচীর অন্তিম লগ্নে বিধায়ক নির্মল ঘোষ রাজ্য সরকারের কৃষি প্রকল্পগুলিকে তুলে ধরে বলেন, "আমাদের রাজ্যে কৃষকরা যে সব সুযোগ সুবিধা পেয়েছে, তা আর অন্য কোথাও পাওয়া যায় না। কৃষি ছাড়াও রাজ্যে সরকার বিগত বছরগুলিতে সাধারণ মানুষের জন্যে অনেক অনেক কাজ করেছে। যাতে করে অসংখ্য সাধারণ মানুষ উপকৃত হয়েছেন।
গতকাল রাতে উত্তর ২৪ পরগনার কামারহাটিতেও বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচীর আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে পদযাত্রায় অংশ গ্রহণ করেছিলেন তৃণমূল নেতা সৌগত রায়। বিগত সাড়ে নয় বছরে তৃণমূল সরকার রাজ্যের জন্যে যে সব কাজ করে গিয়েছে, তার খতিয়ান তুলে ধরছিলেন সৌগতবাবুরা। কিন্তু সাংবাদিকরা তাঁকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করতেই তিনি মেজাজ হারান। তিনি বলে ওঠেন, "কে রাজীব বন্দ্যোপাধ্যায় ?" এরপর তিনি আর সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর আর দিতে চান নি। (দেখুন ভিডিও)
রিপোর্ট : সৃঞ্চিনী পোদ্দার