স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশকে চিঠি সিআরপিএফ-এর - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশকে চিঠি সিআরপিএফ-এর

Share This

স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশকে চিঠি সিআরপিএফ-এর


আজ খবর (বাংলা), নতুন দিল্লী ও কলকাতা, ভারত,১৭/১২/২০২০ :  আগামী ১৯ ও ২০ এই দুদিনের জন্যে পশ্চিমবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দুদিন যাতে তাঁর নিরাপত্তায় কোনো খামতি না থাকে তা নিশ্চিত করতে সিআরপিএফ চিঠি দিল রাজ্য পুলিশকে। 

এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা যখন কলকাতায় এসেছিলেন সেই সময় তাঁকে ঠিকমত নিরাপত্তা দিতে রাজ্য পুলিশ ব্যর্থ হয়েছিল বলে উল্লেখ করে চিঠিতে জানিয়েছে সিআরপিএফ। সিআরপিএফ থেকে রাজ্য পুলিশকে চিঠিতে জানানো হয়েছে, গত ৯ ও ১০ তারিখে যখন জে পি নাড্ডা কলকাতায় এসেছিলেন, সেই সময় ৯ তারিখে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় একদল মানুষ তাঁকে কালো পতাকা দেখিয়ে স্লোগান দিয়েছিলেন। এরপরের দিন তাঁর গাড়ির কনভয় যখন ডায়মন্ড হারবারে যাচ্ছিল, সেই সময় সরিষায় তাঁর গাড়ি ঘিরে আক্রমন চালিয়েছিল বেশ কিছু মানুষ। বিক্ষুব্ধ সেই মানুষজন নাড্ডার কনভয়ের ওপর হামলা চালিয়েছিল, যার ফলে কৈলাস বিজয়বর্গীয় ছাড়াও আহত হয়েছিলেন বিজেপির অন্যান্য নেতারা।

এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন পশ্চিমবঙ্গ সফরে, তাই তাঁর নিরাপত্তায় কোনোরকম ফাঁক রাখতে চাইছে না নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ। এই ব্যাপারেই আজ রাজ্য পুলিশকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে সিআরপিএফ-এর চিঠিতে। স্বরাষ্ট্রমন্ত্রীর মত ভিভিআইপি বিমানবন্দরে নামার পর থেকে তাঁর নিরাপত্তার বিষয়ে খুঁটিনাটি জানাতে বলা হয়েছে চিঠিতে।

এদিকে গত ৯ ও ১০ তারিখে নাড্ডার কনভয়ে যে হামলা হয়েছিল সেই সময় (১১ তারিখ) নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু সেই সময় ওই তিন আইপিএস অফিসারদের ছাড়তে চায় নি রাজ্য সরকার। কিন্তু নিজেদের অনড় মনোভাব দেখিয়ে কেন্দ্র সরকার আজ ফের ডেপুটেশন নোটিশ পাঠায় রাজ্য সরকারকে। ওই তিন আইপিএস অফিসারদের মধ্যে প্রথমজন হলেন ভোলানাথ পাণ্ডে, তিনি ছিলেন ডায়মন্ড হারবারের পুলিশ সুপার, তাঁকে পাঠানো হল পুলিশ রিসার্চ ব্যুরোতে (BPRD)। দ্বিতীয় জন হলেন দক্ষিণ বঙ্গের আইজি, রাজীব মিশ্র, তাঁকে পাঠানো হল ইন্দো টিবেট  বর্ডার পুলিশ (ITBP)তে এবং তৃতীয় জন হলেন প্রবীণ কুমার ত্রিপাঠি, তিনি ছিলেন প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি, তাঁকে পাঠানো হল এসএসবিতে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages