আজ খবর (বাংলা), আসানসোল, ও কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৪/১২/২০২০ : রাজীব বান্দ্যোপাধ্যায়ের পর এবার আসানসোলের মেয়র জিতেন্দ্র .তেওয়ারির গলায় শোনা গেল অন্যরকম সুর।
আসানসোলের মেয়র তথা বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে নিজের ক্ষোভের কথা ব্যক্ত করেছেন দ্বর্থ্যহীনভাবে। জিতেন্দ্রবাবু তাঁর চিঠিতে লিখেছেন, "ভারত সরকার আসানসোলকে স্মার্ট সিটিতে চিহ্নিত করেছিল। সেই অনুযায়ী আসানসোলের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। আসানসোলকে স্মার্ট সিটি বানাতে কেন্দ্র সরকার একটি ফান্ড ঘোষণা করেছিল। কিন্তু আপনি বা আপনার দপ্তর সেই ফান্ড আটকে দিয়েছিলেন। আপনি হয় আমাদের কেন্দ্র সরকারের সুযোগ সুবিধাগুলো পেতে দিন অথবা সেই পরিমাণ সুযোগ সুবিধা রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করুন।"
জিতেন্দ্র তেওয়ারি বলেন, "আমি আসানসোলের মেয়র, বিধায়ক, জন প্রতিনিধি, একজন দায়িত্বপূর্ণ সচেতন নাগরিক। আমার এখানেই জন্ম এবং বেড়ে ওঠা এখানেই। তাই আসানসোলের জন্যে কিছু করার দায়িত্ব আমার ওপরেও বর্তায়। অথচ ইচ্ছে থাকলেও ফান্ড ব্লক করে দেওয়ায় আসানসোলকে স্মার্ট সিটি .তৈরি করে উঠতে পারছি না। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের কাউন্সিলাররা এবং পুরো টিম যথেষ্ট পারদর্শী আসানসোলকে স্মার্ট সিটি তৈরি করার জন্যে, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণেই এই কাজ আমাদের করতে দেওয়া হচ্ছে না।"
জিতেন্দ্র তেওয়ারি আরও বলেন, "স্মার্ট সিটির জন্যে ২,০০০ কোটি টাকা আমাদের পেতে দেওয়া হল না। দেশের অন্যান্য শহরের মত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে আমরাও পেতে পারতাম আরও ১,৫০০ কোটি টাকা, সেই টাকাও আপনারা আমাদের পেতে দিলেন না। এভাবে বার বার আমাদের শহরের উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং আসানসোলের সাধারণ মানুষকে বঞ্চিত হতে হচ্ছে। আমি পুরমন্ত্রীকে অনুরোধ করছি আমাদের প্রিয় শহর আসানসোলের উন্নয়নকল্পে হয় আমাদেরকে কেন্দ্র সরকারের সুযোগ সুবিধাগুলো পুরোপুরি পেতে দিন অথবা রাজ্য সরকার সেইসব সুযোগ সুবিধাগুলো আমাদের প্রদান করুক।"
আসানসোলের মেয়র এভাবে নিজের ক্ষোভ উগরে দেওয়ায় রীতিমত নড়েচড়ে বসেছেন ফিরহাদ হাকিম। জিতেন্দ্র তিওয়ারিকে ডেকে পাঠানো হয়েছে কলকাতায়। শুভেন্দু অধিকারীর পর রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, আর এবার জিতেন্দ্র তেওয়ারিও বেসুরো কথা বলে নিজের ক্ষোভ উগরে দিলেন। জিতেন্দ্রবাবু আজ সাংবাদিকদের কিছু বলেন নি। তিনি জানিয়েছেন কলকাতায় গিয়ে সব কিছু বলব। এই মুহূর্তে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় নেই, তিনি উত্তরবঙ্গ সফরে গিয়েছেন।