আন্দোলনরত প্রতিবাদী কৃষকদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আন্দোলনরত প্রতিবাদী কৃষকদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়

Share This

আন্দোলনরত প্রতিবাদী কৃষকদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়


আজ খবর (বাংলা), কলকাতা ,পশ্চিমবঙ্গ,  ০৪/১২/২০২০ :  জমি দিতে অনিচ্ছুক কৃষকদের জন্যে টানা ২৬ দিন অনশন করেছিলেন  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়, এবার কেন্দ্র সরকারের আনা নতুন কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভে সামিল কৃষকদের পাশে এসে দাঁড়ালেন  তিনি। 

মমতা বন্দ্যোপাধ্যায় আজ টুইট করে বলেন, "আজ থেকে ১৪ বছর আগে ২০০৬ সালের ৪ঠা  ডিসেম্বর আমি ২৬ দিনের অনশন শুরু করেছিলাম, আমি দাবী করেছিলাম কৃষি জমি জোর করে কেড়ে নেওয়া চলবে না। যে সব কৃষকরা এখন কেন্দ্র সরকারের বিরুদ্ধে কৃষি বিলের (আইন নয়) বিরুদ্ধে আন্দোলন করছেন, আমি  যাঁদের সমর্থন করছি এবং তাঁদের পাশে আছি।"  এই বিল নিয়ে কারোর সাথে আলোচনা  করা হয় নি বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সর্ব ভারতীয় কংগ্রেস নেতা ডেরেক ও ব্রায়েন ইতিমধ্যেই দিল্লী-হরিয়ানা  সীমান্তের সিংঘুতে প্রতিবাদী  আন্দোলনরত কৃষকদের সাথে গিয়ে দেখা করেছেন। এবং সেখান থেকেই টেলিফোনে প্রতিবাদী কৃষকদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলিয়ে দিয়েছেন। মমতা তাঁদের আন্দোলনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরোধিতা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গতকাল দেশের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও আর এক মন্ত্রী পীযুষ গোয়েল প্রতিবাদী কৃষকদের প্রতিনিধি দলের সাথে চতুর্থ রাউন্ডের বৈঠক করতে বসলেও সেই বৈঠক থেকে আদৌ কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। আজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন আমরিন্দর সিং স্বারষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করে এই সমস্যার সমাধানসূত্র বের করার অনুরোধ জানিয়ে এসেছেন। কেন্দ্র সরকার ফের আগামীকাল প্রতিবাদী কৃষকদের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসতে পারে বলে জানা গিয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages