নৈহাটিতে রিপোর্ট কার্ড প্রকাশ করলেন বিধায়ক পার্থ ভৌমিক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নৈহাটিতে রিপোর্ট কার্ড প্রকাশ করলেন বিধায়ক পার্থ ভৌমিক

Share This


আজ খবর (বাংলা), নৈহাটী, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ১১/১২/২০২০ : গোটা রাজ্যের অন্যান্য জায়গার মত  আজ নৈহাটিতেও  তৃণমূল কংগ্রেস গত ১০ বছরে রাজ্যে  উন্নয়নের খতিয়ান হিসেবে রিপোর্ট কার্ড প্রকাশ করা হল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক ও অন্যান্য নেতারা।

গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। এই ১০ বছরে নানারকম উন্নয়নমূলক কাজকর্ম করেছে তৃণমূল সরকার। একদিকে যেমন শহরগুলিকে সাজিয়ে তোলা হয়েছে, রাস্তাঘাট তৈরি করা হয়েছে, রাস্তাগুলোতে নতুন করে ঝকঝকে আলো  লাগানো  হয়েছে, অন্যদিকে গ্রামগুলোতেও উন্নয়নের ঢালাও কাজ হয়েছে। ১০০ দিনের কাজ, কন্যাশ্রী প্রকল্পগুলিতে এসেছে ব্যাপক সুখ্যাতি। দেশের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য দখল করেছে ১নম্বরের শিরোপা। 

এছাড়াও স্বাস্থ্যসাথী, সবুজসাথী  থেকে শুরু করে অসংখ্য প্রকল্পের মাধ্যমে গত ১০ বছর ধরে উন্নয়নের কাজ করে  চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা সমালোচনার ঝড় তুললেও উন্নয়নের তালিকাটি অনেকটা লম্বা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৃজনশীল উন্নয়নমুখী কাজকর্মের তালিকা তৈরি করা হয়েছে, যাকে বলা হচ্ছে 'রিপোর্ট কার্ড'। এ যেন ঠিক পরীক্ষার রেজাল্ট, যাকে বলা হয় রিপোর্ট কার্ড। 

আগামী মাসের মাঝামাঝি সময়ে রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল সরকারের উন্নয়নের এই তালিকা যে নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক হতে চলেছে তা মেনে নিয়েছেন রাজনৈতিক বিশ্লেশক মহল। আজ রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের এই রিপোর্ট কার্ড নিয়ে বের করা হয়েছিল বঙ্গধ্বনি যাত্রা।

নৈহাটিতে এক বিজেপি কর্মীর বোমার আঘাতে জখম হওয়াকে কেন্দ্র করে অভিযোগ তুলেছিল বিজেপি। সাংবাদিক বৈঠকে সেই অভিযোগকে আজ নস্যাৎ করে দিয়েছেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক।



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages