আজ খবর (বাংলা), ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ১০/১২/২০২০ : আজ দলীয় কর্মসূচীতে যোগ দিতে ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বিজেপি সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা চালালো .তৃণমূল সমর্থকেরা।
ডায়মন্ড হারবার রোডের ওপর শিরাকোলে জে পি নাড্ডার কনভয়ে আজ ব্যাপক হামলা চালানো হয়েছে। কনভয়ে থাকা ২০ থেকে ২৫টি গাড়িতে ভাংচুর চালানো হয়েছে। কনভয়ের সাথে থাকা বাইকগুলিকেও ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনায় এক বিজেপি কর্মীর মাথা ফেটে গিয়েছে। বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করা হয়েছে, তাঁকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একসময় দেখা যায়, পুলিশের সামনেই বিজেপির কনভয়ের ওপর ইঁট পাটকেলের বৃষ্টির মত উড়ে আসতে থাকে ঠাণ্ডা পানীয়ের বোতল।
ভাংচুরের ঘটনা থেকে বাদ পড়েনি বিজেপি সভাপতি জে পি নাড্ডার গাড়ি, বাদ পড়েনি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়, কৈলাস বিজয়াবর্গীয় কিংবা সৌমিত্র খাঁ এর গাড়ি। মুকুল রায় হাতে ব্যাপক চোট পান। তাঁর জামা কাপড়ে চাপ চাপ রক্ত লেগে থাকতেও দেখা যায়। তাঁর ডান হাত অনেকটাই ফুলে গিয়েছে। এছাড়াও বেশ কিছু বিজেপি কর্মীরা আহত হয়েছেন বলে জানানো হয়েছে বিজেপির তরফ থেকে।
এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধের খবর আসতে শুরু করেছে। এই ঘটনার প্রতিবাদে বিজেপির তরফ থেকে আজ বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচী নিয়েছে বিজেপি। ওই দু'ঘন্টা ধরে রাজ্যের বিভিন্ন রাস্তা অবরোধ করা হবে বলে জানানো হয়েছে।