সঙ্গীতমেলার উদ্বোধনে নাচতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সঙ্গীতমেলার উদ্বোধনে নাচতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে

Share This

সঙ্গীতমেলার উদ্বোধনে নাচতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৩/১২/২০২০ :  আজ কলকাতার 'উত্তীর্ন' সভাগৃহ থেকে বাংলার সঙ্গীতমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। আদিবাসী নৃত্যশিল্পীদের নাচের তালে পা মেলাতেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে। বলা যায়, এই প্রথম মমতাকে প্রকাশ্যে নাচতেও দেখা গেল।. 

সঙ্গীত মেলার উদ্বোধন করতে এসে মমতা করোনা ভাইরাসের নতুন স্টেন নিয়ে আগাম সতর্ক করে গেলেন সকলকে। তিনি বলেন, "করোনা ভাইরাস আমাদের সকলকেই বিপদে ফেলেছে। সবকিছু নিয়েই চলতে হবে। আমাদের রাজ্যে পরিস্থিতি অনেক ভাল।. এখানে ডিসচার্জ  রেট ৯৫%, (করোনা হাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থদেড় চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে), কিন্তু আরও শক্তিশালী ভাইরাস আসছে। করোনা ভাইরাস চরিত্র বদলাচ্ছে। আমাদের আরও সতর্ক হতে হবে।. তাছাড়া শীতকাল এসে গিয়েছে, এই সময় সহজেই ঠান্ডা লেগে যায়। শীতের জামাকাপড় আমরা অনেক সময় কয়েকদিন ধরে পড়ে থাকি। সেগুলোকে ঠিকমত স্যানিটাইজ করা হয় না। নিজের ফোনটাকেও আমি দিনে দুবার  স্যানিটাইজ করি। আপনারা সাবধানে থাকুন, মাস্ক ব্যবহার করুন আর তা যেন নাকের নিচে নেমে না যায়, নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখুন। আমরা নিজেরা সতর্ক থাকলে এই ধরনের ভাইরাসকে হারানো সহজ হবে।."


মমতা আজ বলেন, "জয় হিন্দ, বন্দেমাতরম, জন গণ মন অধিনায়ক জয় হে এই স্লোগানগুলি বাংলার মাটি থেকেই সৃষ্টি হয়েছিল। এই মাটি সোনার চেয়েও বেশি খাঁটি। এই মাটিকে রক্ষা করতে হবে। সঙ্গীত জগতের মানুষও এই মাটির সম্পদ। আপনারাও মাটির গান করেন, এই মাটিকে ভালবাসুন, মাকে ভালবাসুন। একদিন এমন দিন আসবে, যেদিন সবাই বাংলাকে সেলাম করবে, কুর্নিশ করবে। বাংলাকে গুজরাট হতে দেব না।"

মমতা আজ শিল্পীদের বলেন, "আপনারা শিল্পী, আপনারা ভাল করে গান বাজনা করুন। ভাল করে গান বাঁধুন, ভাল নাটক করুন এবং সমাজকে ভাল ভাল বার্তা দিন।" আজ বাংলায় শিল্প ও সংস্কৃতি রক্ষার আহবান করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান 'আগামী ২ মাসে রাজ্যে এরকম ৬৩০টি মেলা হবে।'

---------------------------------------------------------------------------------------------------------------------------



আজ খবর, আপডেট : আজ কলকাতার রবীন্দ্র সদনের পাশের এজেসি বড় রোড ফ্লাই ওভারে একটি ম্যাটাডোর উল্টে যায়। দ্রুত গতিতে ছুটে আসা সেই ম্যাটাডোর উল্টে গিয়ে রীতিমত ডিগবাজি খেয়ে যায়।. এই ঘটনায় এখনো পর্যন্ত মোট ২৫ জন আহত হয়েছেন। তাঁদেরকে নিয়ে যাওয়া হয়েছে চিত্তরঞ্জন হাসপাতালে।  কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। এই ঘটনা সন্ধ্যের মুখে হওয়ায় গোটা ওভার ব্রীজে এবং মা ফ্লাইওভারে বিশাল যানজটের সৃষ্টি হয়। অফিস ফেরত যাত্রীরা ব্যাপক সমস্যায় পড়েন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages