কাশ্মীরে নির্বিঘ্নেই চলছে ২য় দফার ভোট, সকাল ১১টা পর্যন্ত পড়ল ২৩.৭৬% ভোট - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কাশ্মীরে নির্বিঘ্নেই চলছে ২য় দফার ভোট, সকাল ১১টা পর্যন্ত পড়ল ২৩.৭৬% ভোট

Share This

কাশ্মীরে  নির্বিঘ্নেই চলছে ২য়  দফার ভোট, সকাল ১১টা পর্যন্ত পড়ল ২৩.৭৬% ভোট
কাশ্মীরে চলছে ভোটদান  পর্ব 


আজ খবর (বাংলা) , শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ০১/১২/২০২০ : গত ২৮ তারিখে জম্মু ও কাশ্মীরে প্রথম দফার নির্বাচন নির্বিঘ্নে মিটে যাওয়ার পর আজ সকাল থেকেই শুরু হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন।

জম্মু ও কাশ্মীরে মোট ৮ দফায় সম্পন্ন করা হবে জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচন। সেই সঙ্গে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান পদের জন্যেও একই সাথে করা হচ্ছে উপনির্বাচন। গত মাসের ২৮ তারিখ থেকে এই নির্বাচন শুরু হয়েছে, মোট ৮ দফার এই নির্বাচন শেষ হবে ডিসেম্বরের ১৯ তারিখে এবং ২২ তারিখ ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় দফায় মোট ৪৩টি আসনে  ভোট নেওয়া হচ্ছে, যার মধ্যে ২৫টি আসন রয়েছে কাশ্মীরে এবং ১৮টি আসন রয়েছে জম্মুতে। দুপুর ২টো  পর্যন্ত চলবে ভোট পর্ব,  আজ সকাল ১১টা পর্যন্ত ২৩.৭৬% ভোট পড়েছে বলে জানা গিয়েছে।

জম্মু ও কাশ্মীরের জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচনে মোট ৩২১জন প্রার্থী রয়েছে, যার মধ্যে জম্মু ও কাশ্মীর থেকে রয়েছেন ১৯৬ জন প্রার্থী এবং জম্মু থেকে রয়েছেন ১২৫ জন প্রার্থী। পঞ্চায়েত স্তরের উপপ্রধান পদের উপনির্বাচনে মোট ৮৩টি আসনে নির্বাচন চলছে, যেখানে মোট ২২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে ১৫১ জন পুরুষ এবং ৭২ জন মহিলা। পঞ্চায়েত পদে ৩৩১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭০৯ জন প্রার্থী। যার মধ্যে পুরুষ আছেন ৫৫২ জন এবং মহিলা রয়েছেন ১৫৭ জন। আজ প্রচুর মানুষ এসেছেন ভোট দিতে। জঙ্গী হামলার আশঙ্কা থাকলেও এখনো পর্যন্ত নির্বিঘ্নেই এগিয়ে চলেছে ভোট পর্ব। গোটা উপত্যকাকে মুড়ে ফেলা হয়েছে কড়া  নিরাপত্তার চাদরে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages