বিজেপিতে যোগ দিলেন ১ সাংসদ, ১ প্রাক্তন সাংসদ, ১ প্রাক্তন মন্ত্রী ও ১০ বিধায়ক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিজেপিতে যোগ দিলেন ১ সাংসদ, ১ প্রাক্তন সাংসদ, ১ প্রাক্তন মন্ত্রী ও ১০ বিধায়ক

Share This

বিজেপিতে যোগ দিলেন ১ সাংসদ, ১ প্রাক্তন সাংসদ, ১ প্রাক্তন মন্ত্রী ও ১০ বিধায়ক


আজ খবর (বাংলা), মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ১৯/১২/২০২০ : মেদিনীপুর কলেজের মাঠে বিজেপির মহাসমাবেশে  আজ বিভিন্ন বিরোধী দল থেকে বহু নেতা নেত্রীরা যোগ দিলেন বিজেপিতে। তবে এই অনুষ্ঠানে আজ  সবচেয়ে আকর্ষনীয় ছিল শুভেন্দু অধিকারীর বক্তব্য। 

আজ যাঁরা অন্যান্য দল থেকে বিজেপিতে যোগ দিলেন তাঁদের মধ্যে ছিলেন ১ জন  সাংসদ, ১ জন প্রাক্তন সাংসদ, ১১ জন বিধায়ক এবং অন্যান্য গুরুত্ত্বপূর্ন নেতারা (যার মধ্যে পঞ্চায়েত প্রধান, কাউন্সিলাররাও আছেন)। যাঁরা আজ অন্যান্য দল ছেড়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন, তাঁদের তালিকা বেশ লম্বা।

আজ বিজেপিতে যাঁরা যোগ দিলেন, তাঁরা হলেন সুনীল মণ্ডল (সাংসদ), দশরথ তীরকে (প্রাক্তন সাংসদ), বনশ্রী মাইতি, তাপসী মণ্ডল, অশোক দিন্দা, সুদীপ মুখার্জি, সৈকত পাঁজা , অশোক দিন্দা, বিশ্বজিৎ কুন্ডু,  শীলভদ্র দত্ত, দীপালি বিশ্বাস, শুক্র মণ্ডল, শ্যামাপদ মুখার্জি, কর্নেল দীপতাংশু চৌধুরী, বাপ্পা মজুমদার, প্রফুল বর্মন, সত্যেন রায়, দেবাশীষ মজুমদার, গোপাল মিশ্রণ, সন্ময় ব্যানার্জি, দেবাশীষ জানা, নিত্যানন্দ চ্যাটার্জি, গৌতম রায়, ইদাউল হক, পারভেজ রহমান, আলমগীর মোল্লা, কবিরুল, করম হাসান খান, প্রণব বসু, জয়ন্ত মিত্র এবং আরও অনেকে।

বিভিন্ন দল ছেড়ে আজ যাঁরা বিজেপিতে যোগ দিলেন তাঁদের সকলকে অমিত শাহ বিজেপিতে স্বাগত জানান। তাঁরা প্রত্যেকেই আজ থেকে বিজেপির হয়ে কাজ শুরু করবেন। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages