আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত। ০২/১২/২০২০ : কেন্দ্র সরকারের আনা নতুন কৃষি আইনের বিরোধিতা করে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। কৃষকদের এই বিক্ষোভ নিয়ে সমাধানসূত্র খুঁজতে আজ স্বারষ্ট্রমন্ত্রী অমিতশাহের বাসভবনে গিয়ে দেখা করলেন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং পীযুষ গোয়েল।
অমিত শাহের সাথে কৃষক আন্দোলনের সমাধানসূত্র খুঁজতে বৈঠকে বসেছেন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং পীযুষ গোয়েল।গতকাল এই দুই মন্ত্রী কৃষকদের ৩২ প্রতিনিধিদের সাথে রফাসূত্র খুঁজতে কৃষি ভবনে বৈঠকে বসেছিলেন, কিন্তু কৃষকদের হয়েছিল কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে সময় নিতে চাইছে, তাই গতকালের বৈঠক নিস্ফলা থেকে গিয়েছিল। গতকাল কেন্দ্র সরকারের প্রস্তাব মেনে নেন নি কৃষকরা। তাই এবার এই দুই মন্ত্রী সমাধানের পথ খুঁজতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হয়েছেন এবং বৈঠকে বসেছেন।
আগামীকাল ফের একবার কৃষক প্রতিনিধিদের সাথে বৈঠকে বসার কথা অআছে কেন্দ্র সরকারের। কেন্দ্র সরকার চাইছে, কৃষকরা একটি প্রতিনিধি দল তৈরি করে মন্ত্রীদের সাথে কথা বলুক, কিন্তু কৃষকরা চাইছেন, তাঁদের প্রত্যেকের সাথেই কথা বলুন মন্ত্রীরা। তবে এখনো পর্যন্ত নতুন কৃষি আইন নিয়ে কৃষকরা সোচ্চার রয়েছেন এবং দাবী করেছেন অবিলম্বে এই আইন সংশোধন করা হোক কেননা এই আইন কৃষকদের ক্ষতি করবে। তাঁরা এই আইন মানতে রাজি নন।