আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২১/১২/২০২০ : দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এবার ছাড়িয়ে গেল এক কোটির মাইলস্টোন। ভারতে এখনো পর্যন্ত মোট ১,০০,৫৫,৫৬০ জন মানুষ করোনা ভাইরাসে হয়েছেন।
দেশের স্বাস্থ্য পরিবার মন্ত্রক জানিয়েছে,দেশে মোট ১,০০,৫৫,৫৬০ জন মানুষ আক্রান্ত হলেও তাঁদের মধ্যে চিকিৎসা করিয়ে মোট ৯৬,০৬,১১১ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় মোট ৩,০৩,৬৩৯ জন মানুষের চিকিৎসা চলছে। অর্থাৎ এই মুহূর্তে আক্রান্তের হার মাত্র ৩.০২% আর সুস্থতার হার ৯৫.৫৩%; আমাদের দেশে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ১,৪৫,৮১০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। অর্থাৎ মৃত্যুর হার ১.৪৫%;
ভারতে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি যে রাজ্যে হয়েছিল সেই মহারাষ্ট্রে এই মুহূর্তে ৬৩,৮৬৭ জন মানুষের চিকিৎসা চলছে হাসপাতালগুলিতে। সেখানে মোট ১৭,৮৩,৯০৫ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন। মহারাষ্ট্রে মোট ৪৮,৭৪৬ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস।
দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মোট ১৭,৭৭১ জন মানুষের চিকিৎসা চলছে। এখনো পর্যন্ত এই রাজ্যে মোট ৫,০৯,৬৯৭ জন মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত মোট ৯,৩৬০ জন মানুষ প্রাণ হারিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে; পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা কমছে এবং সুস্থতার সংখ্যাও বাড়ছে বলে জানানো হয়েছে রিপোর্টে।