আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/১১/২০২০ : এবার তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দোস্তিদারের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
মতুয়া ভোট নিয়ে কটাক্ষ করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার, তাঁর সেই কটাক্ষের জন্যেই আইনি নোটিশ পাঠিয়েছেন দিলীপ ঘোষ। গত ৬ তারিখে স্বারষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে মতুয়া মন্দিরে গিয়েছিলেন, মতুয়া বিজেপি কর্মীদের সাথে দেখা করেছিলেন, এমনকি এক মতুয়া কর্মীর বাড়িতে অন্ন গ্রহণ করেছিলেন। এরপরেই তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার মন্তব্য করে টুইট করেছিলেন, "যদি মতুয়ারা নাগরিকত্ব নিয়ে এত বেশি কথা বলে, তাহলে মতুয়াদের ভোট দরকার নেই আমাদের। মতুয়ারা নাগরিকত্ব নিয়ে বিজেপিকে ব্ল্যাক মেল্ করছে, ওদের ভোট আমাদের দরকার নেই।"
কাকলি ঘোষ দস্তিদারের এই বক্তব্যের পরেই দিলীপ ঘোষ কাকলিদেবীকে আইনি নোটিশ পাঠিয়ে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে বলেন, অথবা তাঁর বক্তব্যের জন্যে নিঃশর্তে ক্ষমা চেয়ে নিতে বলেন, নতুবা তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থাগ্রহন করবেন দিলীপ গোষ। কাকলি ঘোষের বক্তব্যকে মিথ্যা ও অযৌক্তিক দাবী করে গতকালই দিলীপ ঘোষ একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। দিলীপবাবু জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার ৩ দিনের মধ্যে ঠিকমত জবাব দিয়ে সন্তুষ্ট না করলে তিনি আইনি পথের সাহায্য নেবেন কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে।