রেলের উন্নয়নের জন্যে নতুন পাঠক্রম নিয়ে এল কেন্দ্র সরকার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রেলের উন্নয়নের জন্যে নতুন পাঠক্রম নিয়ে এল কেন্দ্র সরকার

Share This

রেলের উন্নয়নের জন্যে নতুন পাঠক্রম নিয়ে এল কেন্দ্র সরকার


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৩/১১/২০২০ : ভারতীয় রেলের উন্নয়নের জন্যে নতুন পাঠক্রম নিয়ে এল  কেন্দ্র সরকার। ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগের লক্ষ্যে, ভদোদরার ন্যাশানাল রেল এন্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট (এনআরটিআই), ২টি বি.টেক(স্নাতক স্তরে), ২টি এমবিএ এবং ৩টি এমএসসি সহ ৭টি পাঠক্রমের সূচনা করেছে।

২টি বি টেক কার্যক্রমে রেলের পরিকাঠামো, রেলের ব্যবস্থাপনা এবং যোগাযোগ ইঞ্জিনিয়ারিং এর ওপর জোর দেওয়া হয়েছে। এমবিএ কার্যক্রমে লক্ষ্য রাখা হয়েছে পরিবহন এবং সরবরাহ ব্যবস্থাপনার ওপর। আগামী বছর গুলিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। অপরদিকে এমএসসি পাঠক্রমে জোর দেওয়া হয়েছে পদ্ধতিগত ইঞ্জিনিয়ারিং এবং সমন্বয়ের, পদ্ধতি এবং বিশ্লেষন, নীতি এবং অর্থনীতির ওপর। দেশ গঠনের ক্ষেত্রে এই বিষয়গুলি এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পদ্ধতি বা সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর এমএসসি কার্যক্রম, ব্রিটেনের বির্মিংহাম বিশ্ব বিদ্যালয়ের সঙ্গে একযোগে করা হয়েছে। এই পাঠক্রমের ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক স্তরেও পরিচিত হবেন।

এই সমস্ত কার্যক্রম আন্ত:বিষয়ক এবং প্রয়োগ ভিত্তিক। ভারতের অন্য কোনো প্রতিষ্ঠান এই ধরনের কার্যক্রম পরিচালনা করে না। সেই কারনেই এই পাঠক্রম অন্যদের থেকে পৃথক।

এই কার্যক্রমের সূচনা করে রেল বোর্ডের সভাপতি এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক  ভি, কে, যাদব জানান, পরিবহন ব্যবস্থাপনার বিষয়ে গবেষণার লক্ষ্যে এনআরটিআই, আন্ত:বিষয়ক উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে, বিভিন্ন ক্ষেত্রের শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদরা একই সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা ক্ষেত্রে উদ্দেশ্য সাধনের বিষয়ে পরিকল্পনা করতে সক্ষম হবে। এই কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনের দায়বদ্ধতা, সমাজ এবং সাধারন মানুষের প্রতি দায়িত্ব পালন করার পাশাপাশি পরিবেশ বান্ধব অবস্থা গড়ে তোলা এবং উদ্ভাবনের প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে। এই কার্যক্রম রেলের প্রাতিষ্ঠানিক কর্মসূচী ভিত্তিক শিক্ষার প্রসারে বিশেষভাবে সাহায্য করবে। কার্যক্রমের সম্পূর্ণ দায়িত্বে থাকবে ভারতীয় রেল। এই পাঠক্রমে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা, আগামী দিনে দেশ গঠনে বিশেষ সহযোগী হিসাবে বিবেচিত হবেন।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages