আজ খবর (বাংলা), পুলওয়ামা, জম্মু ও কাশ্মীর, ০৬/১১/২০২০ : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে নিরাপত্তা বাহিনীর সাথে এনকাউন্টারে দুই জঙ্গীর মৃত্যু হয়েছে বলে জানতে পারা গিয়েছে।.সেই সাথে একজন জঙ্গী অস্ত্র সমেত আত্মসমর্পন করেছে বলে জানা গিয়েছে।
জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোর এলাকার লালপোড়া নামে একটি জায়গায় জঙ্গীরা লুকিয়ে আছে এমন খবর গোপন সূত্রে পেয়েই গতকাল রাত্রে গোটা এলাকা ঘিরে নিয়েছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। এলাকায় নিরাপত্তা বাহিনীর জওয়ানদেড় উপস্থিতি টের পেতেই জঙ্গীরা বিভিন্ন দিক থেকে গুলি চগলাতে শুরু করে দিয়েছিল। পাল্টা গুলি চালাতে শুরু করে দিয়েছিলেন নিরাপত্তা বাহিনীর জাওয়ানরাও। অনেক্ষন ধরেই চলতে থাকে এনকাউন্টার।
কাশ্মীর জোন পুলিশ আজ জানিয়েছে, পাম্পোরের এনকাউন্টারে মোট দুই জঙ্গীর মৃত্যু হয়েছে। তাদের হেফাজত থেকে পাওয়া গিয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র এবং আপত্তিজনক সামগ্রী। এনকাউন্টার চলার সময় অন্য এক জঙ্গী নিরাপত্তা বাহিনীর কাছে অস্ত্র সমেত আত্মসমর্পন করে বলে জানা গিয়েছে। তাকে আপাতত গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গীদের সাথে গুলির লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর কোনোরকম ক্ষয় ক্ষতি হয় নি বলে জানা গিয়েছে।