আজ খবর (বাংলা), বেজিং, চীন , ১৬/১১/২০২০ : চীন পরপর দুটি ব্যালেস্টিক মিসাইল নিক্ষেপ করে দক্ষিণ চীন সাগরের ওপর একটি জাহাজকে ধ্বংস করেছে বলে দাবী জানাল। তবে এই ঘটনা নাকি কয়েক মাস আগেকার।
গত ২৬শে আগস্ট, চীন দুটি (ডিএফে ৬ এবং ডিএফ ২১ডি) ব্যালেস্টিক মিসাইল নিক্ষেপ করেছে দক্ষিণ চীন সাগরে। একটি মিসাইল নিক্ষেপ করেছে দক্ষিণ হাইনান দ্বীপের কাছে এবং অপরটি নিক্ষেপ করা হয়েছিল উত্তর প্যারাসেল দ্বীপের একটি জায়গা লক্ষ করে। এই ঘটনায় একটি জাহাজও ধ্বংস করা হয়েছে চীনের .পক্ষ থেকে দাবী করা হয়েছে।
চীনের পক্ষ থেকে এই দাবীটি করেছেন ওয়াঙ জিয়ানসুই নামে একজন, যিনি ছিলেন চীনা সেনাবাহিনীর এক আধিকারিক, বর্তমানে তিনি এক বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত রয়েছেন। কিন্তু ঘটনার এতদিন পরে কেন চীনের পক্ষ থেকে এই দাবী সামনে নিয়ে আসা হল সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, চীন তাদের সেনাবাহিনীর শক্তি জাহির করতে মাঝে মাঝেই এই ধরনের প্রচার করে থাকে। দুটি ব্যালেস্টিক মিসাইল নিক্ষেপ সেই ধরনের প্রচারের অংশ হয়েও থাকতে পারে।
এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে রয়েছে। উত্তেজনা রয়েছে হংকং নিয়েও। অনেকেই মনে করছেন তাইওয়ানের বিরুদ্ধে চীন যে কোন সময় সামরিক ব্যবস্থা নিতে পারে। এদিকে সবে মাত্র আমেরিকায় নির্বাচন শেষ হয়েছে। নতুন বাইডেন সরকার হংকংকে কতটা সামরিক সহায়তা দেবে তা স্পষ্ট নয় এখনো। এদিকে চীন তাদের সামরিক বাহিনীকে তাইওয়ান ও জাপানের যে কোনো রকম আক্রমণাত্মক মুভমেন্ট দেখলেই কড়া প্রতিক্রিয়া দেখানোর নির্দেশ দিয়ে রেখেছে। অর্থাৎ সেক্ষেত্রে দক্ষিণ চীন সাগরের এই অঞ্চলটিতে যে কোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধে বিশেষজ্ঞরা।