তিব্বতের বিষয়টি এবার জাতীয় সংঘে তুলুক ভারত : শান্তা কুমার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


তিব্বতের বিষয়টি এবার জাতীয় সংঘে তুলুক ভারত : শান্তা কুমার

Share This

তিব্বতের বিষয়টি এবার জাতীয় সংঘে তুলুক ভারত : শান্তা কুমার
তিব্বতের রাজধানী লাসা 

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১২/১১/২০২০ : তিব্বত নিয়ে এবার ভারতের উচিত জাতীয় সংঘে সোচ্চার হওয়া, আজ এই কথাই মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন বিজেপি নেতা তথা হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্তা কুমার। 

বিজেপি নেতা শান্তা কুমার তাঁর চিঠিতে লিখেছেন, "ভারত তিব্বতের ধর্মীয় প্রধান দালাই লামাকে ভারত রত্ন প্রদান করেছে। তিব্বত নিয়ে ভারতের কিছু কর্তব্য রয়েছে। চীন অন্যায়ভাবে তিব্বত দখল করেছিল। ১৯৫০ সালে কংগ্রেস সরকার চীনের তিব্বত দখলকে এক রকম মেনে নিয়েছিল এবং চীনের এই অবৈধ আগ্রাসনের অনুমতি দিয়ে যে পাপ সেই সময় কংগ্রেস সরকার করেছিল, ভারতের উচিত জাতীয় সংঘে তিব্বতের বিষয়টি উত্থাপন করে তার প্রায়শ্চিত্ত করা।"

তিব্বত কোনোদিন চীনের মানচিত্রে ছিল না। তিব্বত ছিল স্বাধীন একটি দেশ। চীন বারবার তাদের আগ্রাসনের নীতি দেখিয়ে এসেছে। চীন বলপূর্বক তিব্বত দখল করেছিল, এবং বহু তিব্বতীকে হত্যা করেছিল। বন্দী বানিয়েছিল এবং নির্মম অত্যাচার চালিয়েছিল। সেই সময় দলাই লামা তিব্বত থেকে ভারতে পালিয়ে এসে এই দেশের আশ্রয় চেয়েছিলেন। তখন থেকেই দলাই লামা এবং তাঁর অনুগামীরা হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবাস করেন। 

তিব্বতের ওপর চীনের অত্যাচার এখনো পর্যন্ত বন্ধ হয় নি। তিব্বত বার বার বিবৃতি দিয়েছে তারা চীনের থেকে নিষ্কৃতি পেতে চায়, তারা স্বাধীনতা চায়। আজ হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্তা কুমার নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এই বিষয়টিকেই ফের উথ্থাপন করলেন। তাঁর বক্তব্য, 'ভারতের উচিত তিব্বতের সামগ্রিক বিষয়টি জাতীয় সংঘে তোলা এবং তিব্বতিদের সাহায্য করা।' 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages