আজ খবর (বাংলা), ইসলামাবাদ, পাকিস্তান, ১৫/১১/২০২০ : এই মুহূর্তে প্রায় অর্ধেক পাকিস্তান আর চাইছে না ইমরান সরকার কে, এবং দেশের মুদ্রাস্ফীতি সহ দেশের চরম বিপদের মুখে অর্থনৈতিক পরিস্থিতির জন্যে দায়ী করছে প্রধানমন্ত্রী ইমরান খানকেই।
পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি ভয়ঙ্কর রকম খারাপ হয়ে উঠেছে। যেখানে প্রত্যেকটি অত্যাবশ্যকীয় পণ্যের দাম আকাশছোঁয়া। মানুষের ধরাছোঁয়ার অনেক বাইরে। মানুষ খাদ্যদ্রব্য কিনতে পারছে না। ওষুধপত্র কিনতে পারছে না।. সাধারণ মানুষের কাছে চাকরি নেই, ব্যবসা বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে। অথচ পাকিস্তান সরকার বিভিন্ন রকম করের বোঝা চাপিয়ে চলেছে সাধারণ মানুষের ওপর। প্রতিদিন পাকিস্তান সরকার ঋণের বোঝাও চাপিয়ে চলেছে সাধারণ মানুষের ওপর। পাকিস্তানের সাধারণ মানুষের জেরবার অবস্থা। রীতিমত নাভিশ্বাস উঠতে শুরু করেছে সাধারণ মানুষের। পাকিস্তানে মুদ্রাস্ফীতি ক্রমশঃ বেড়ে চলেছে।
একটি সমীক্ষায় দেখা যাচ্ছে পাকিস্তানের ৪৯% সাধারণ মানুষ ক্রমবর্দ্ধমান মুদ্রাস্ফীতির জন্যে পাকিস্তানের ইমরান সরকারকেই দায়ী করেছে। ইমরান সরকারের অর্থনীতিই পাকিস্তানে সাধারণ মানুষের চরম দুর্দশার জন্যে দায়ী বলে মনে করছে বেশিরভাগ পাক জনসাধারণ। অবশ্য ১৫% মানুষ এই দুর্দশার জন্যে এর আগের সরকারকেও দায়ী করেছে। ১৭% মানুষ দায়ী করেছে দেশের আঞ্চলিক শাসক ও দলগুলিকে এবং ৮% মানুষ দায়ী করেছে দেশে দীর্ঘদিন ধরে বসবাসকারী কুখ্যাত মাফিয়াদেকে।
যদি পাকিস্তানকে অঞ্চলগুলি দিয়ে ভাগ করা যায়, তাহলে সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের মুদ্রাস্ফীতির জন্যে ইমরান সরকারকে দায়ী করেছে বালুচিস্তানের ৪৯% মানুষ, খাইবার পাখতুনখোয়ার ৫৮% মানুষ, পাঞ্জাব প্রদেশের ৪৬% মানুষ এবং সিন্ধ প্রদেশের ৪৪% মানুষ। দেখা গিয়েছে, অতিমারীর জন্যে পাকিস্তানের ৫ জনের মধ্যে অন্তত ৪ জন নিজের জীবিকা হারিয়ে ফেলেছেন।