আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ৩০/১১/২০২০ : আজ গুরু নানকের পুন্য জন্মদিবস, আর আজ দিল্লী-হরিয়ানা সীমান্তের টিক্রি এবং সিংঘুতে কেন্দ্রের নতুন কৃষি আইনের প্রতিবাদ করতে আসা শিখ সম্প্রদায়ের কৃষকরা সকালবেলায় প্রার্থনা সেরে নিজেদের মধ্যে প্রসাদ বিতরণ করলেন।
ভারতীয় কিষান ইউনিয়নের পক্ষ থেকে জানানো হল, "আজ আমাদের পরম পবিত্র দিন। আজ শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের পুন্য জন্মদিবস। আমরা খুব আনন্দের সাথে গুরুপর্ব পালন করেছি। আজ আমরা রাত্রেও নানান অনুষ্ঠানের মধ্যে দিয়েই গুরুপর্ব উৎসব পালন করব। আমরা যারা দিল্লী-হরিয়ানা সীমান্তে হাজির হয়েছি তারাই শুধু নয়, যারা দিল্লীতে গিয়ে হাজির হয়েছে, আজ সবাই মিলেই আনন্দ উৎসব পালন করব।"
আজ সারাদিন ধরে শিখ সম্প্রদায়ের মানুষজন গুরুবন্দনা এবং কীর্তন করবেন। তাঁরা আর্দা উৎসব পালন করবেন এবং রাত্রে প্রদীপ ও মোমবাতি জ্বালাবেন। বিক্ষুব্ধ অন্নদাতা কৃষকরা জানালেন, "আমরা পাঞ্জাব থেকে এখানে এসেছি ঠিকই, কিন্তু প্রতিবছর আজকের দিনে আমরা যে ধরনের উৎসব করি, ঠিক সেভাবেই আমরা এখানে গুরু নানকের জন্মদিবস পালন করব। আজ আমরা গুরু নানকের কাছে প্রার্থনা করব কৃষি আইনের নামে কেন্দ্র সরকার যে 'কালা কানুন' নিয়ে এসেছে, তা পরিবর্তন করার মত মানসিকতা তাদের দিন।"
পাঞ্জাব, হরিয়ানা এবং অন্যান্য জায়গা থেকে প্রচুর সংখ্যক কৃষকরা কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে এই মুহূর্তে হাজির হয়েছেন দিল্লীতে এবং হরিয়ানা ও দিল্লীর সীমান্তে। কেন্দ্র সরকার আগামী মাসের ৩ তারিখে তাঁদের সাথে কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধানের কথা জানিয়েছে। যতক্ষন না কৃষকরা সন্তুষ্ট হচ্ছেন, ততক্ষন তাঁরা বিক্ষোভ কর্মসূচী চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।