আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৬/১১/২০২০ : আজ তাঁর সফরের দ্বিতীয় দিনে সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসকে তীব্র নিশানা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ সাংবাদিক বৈঠকে প্রথম থেকেই অমিত শাহ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াতে থাকেন। তিনি বলেন, "এই রাজ্যে মানুষ একবার পরিবর্তন এনেছিল। মানুষ ভরসা করেছিল মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি এখানে 'মা মাটি মানুষ' এই স্লোগান এনেছিলেন, কিন্তু সেই স্লোগান এখন 'তুষ্টিকরণ' আর 'তোলাবাজি'তে পরিণত হয়েছে। এখানে মানুষের সব প্রত্যাশাই ব্যর্থ হয়েছে। এই রাজ্যে 'জয় শ্রীরাম' স্লোগান দিলে মমতাদিদি রেগে যান। এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সবচেয়ে বেশি।"
অমিত শাহ বলেন, "আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি নিশ্চিতভাবেই ২০০টিরও বেশি আসনে জয়লাভ করে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বলে আমি বিশ্বাস করি। আপনারাই বলুন, আপনারা কি চান ? পারিবারবাদ নাকি বিকাশবাদ ? এই রাজ্যে মহিলারা অসুরক্ষিত, তার সমস্ত পরিসংখ্যান আমার কাছে আছে, কেননা আমি এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এই রাজ্যে দেখছি তিন রকম আইন রয়েছে, একটি নিজের ভাইপোর জন্যে, আর একটি নিজের ভোট ব্যাঙ্কের জন্যে এবং আর একটি সাধারণ মানুষের জন্যে। এটা চলতে দেওয়া যায় না। বাংলায় সবচেয়ে বেশি রাজনৈতিক খুন হয়। প্রাকৃতিক দুর্যোগ নিয়েও এখানে দুর্নীতি করা হয়েছিল।"
অমিত শাহ অভিযোগ করেন, "কেন্দ্র সরকার নানারকম প্রকল্পের মাধ্যমে দেশের ৬০ কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। এখানে সেইসব প্রকল্প সাধারণ মানুষকে পেতে দেওয়া হয় না। কৃষকদেরকে কেন্দ্রীয় আর্থিক সুবিধা পেতে দেওয়া হয় না। আত্মনির্ভর ভারত প্রকল্পে গোটা দেশের মানুষ যে সুবিধা পাচ্ছে, তা এই রাজ্যের মানুষকে পেতে দেওয়া হচ্ছে না। এই রাজ্যে প্রশাসনকেও রাজনীতিকরণ করা হয়েছে। এখানে ভ্রষ্টাচারের রাজনীতি করা হচ্ছে।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, "আমরা আগামী নির্বাচনে ২০০ টির বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করব। লোকসভা নির্বাচনের আগে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে যখন বলেছিলাম ২২টা আসন পাব, তখন আপনাদের মধ্যে অনেকেই মুচকি হেসেছিলেন। কিন্তু এবার আমাদের হাসির পালা। আবারও বলছি ২০০র বেশি আসন নিয়ে আমরা সরকার গড়ব এবং ৫ বছরের মধ্যে আমরা সোনার বাংলা গড়ে দেব। "
অন্যান্য আর কিছু প্রশ্নের জবাব দিতে গিয়ে অমিত শাহ মন্তব্য করেন, "তৃণমূলের সঙ্গে আছে বলেই এত মামলা থাকা সত্ত্বেও বিমল গুরুং এখনো গ্রেপ্তার হয় নি।" এই রাজ্যে নির্বাচনের আগেই কি CAA লাগু করা হবে ? এই প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, "CAA অবশ্যই লাগু করা হবে, কিন্তু সবকিছুই নির্ভর করছে করোনা মহামারীর ওপর।" এই রাজ্যে কি রাষ্ট্রপতি শাসন বা ৩৫৬ ধারা বলবৎ হতে পারে ? এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সেটা সাংবাদিক বৈঠকে আলোচ্য নয়, তবে কয়েক মাস পারে যখন সরকার বদল হয়েই যাবে, তখন আর সে সাবের প্রয়োজন কি ?"