আইএসএল-এর প্রথম ম্যাচে মোহনবাগান-এটিকে কেরালাকে হারাল ১-০ গোলে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আইএসএল-এর প্রথম ম্যাচে মোহনবাগান-এটিকে কেরালাকে হারাল ১-০ গোলে

Share This

আইএসএল-এর প্রথম ম্যাচে মোহনবাগান-এটিকে কেরালাকে হারাল ১-০ গোলে
গোল পাওয়ার পর রয় কৃষ্না 


আজ খবর (বাংলা), গোয়া,  ভারত,২০/১১/২০২০ : ভারতীয় ফুটবলের অন্যতম সেরা উৎসব শুরু হয়ে গেল আজ থেকেই। আইএসএল টুর্নামেন্টে আজ প্রথম ম্যাচ ছিল মোহনবাগান এটিকে বনাম কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবের মধ্যে।

আজকের খেলায় অনেকটাই একপেশে চাপ বজায় রেখেছিল মোহন বাগান এটিকে দল। কেরালা বেশ কয়েকটি মুভমেন্ট করে বল বাগানের হাফে তুলে আনলেও শেষ মুহূর্তে কোথায় যেন হারিয়ে যাচ্ছিল। তবে বাগানের গোলকিপার  অরিন্দমকে আজ সেভাবে কোনো গোল সেভ করতেই হয় নি। মোহনবাগান-এটিকে ডিফেন্স আজ বেশ শক্তপোক্ত  দেখিয়েছে। কেরালা ব্লাস্টার্সের আক্রমনগুলো আজ ওই বাগান ডিফেন্স এসেই শেষ হয়ে যাচ্ছিল। 

দ্বিতীয় অর্ধে খেলা শুরুর ৬৭ মিনিটের মাথায় মোহন বাগান-এটিকের হয়ে গোল পেয়ে যান রয় কৃষ্না।  গত মরসুমে রয়  কৃষ্না এটিকের  হয়ে মোট ১৫টি গোল পেয়েছিল। এবারেও সেই রয় কৃষ্নাই দলের হয়ে প্রথম গোলের মুখ খুলে দিতে পারল। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয় পেয়ে স্বভাবতই খুশি দেখাচ্ছিল মোহনবাগান এটিকে দলের কোচ এন্টনিও হাবসকে। তিনি বলেন, "দীর্ঘ আট মাস ধরে না খেলেও দারুন ফুটবল খেলা হয়েছে। গুরুত্ত্বপূর্ন ৩ পয়েন্ট আজ আমরা পেয়ে গিয়েছি। আমি খুব খুশী, আমাদের ছেলেদের যে টার্গেট দেওয়া হয়েছিল, যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, ওরা ঠিক সেভাবেই খেলে টার্গেট পূরণ  করেছে। এটাই সবথেকে ভাল প্রাপ্তি। ছেলেদের কাছে যে প্রত্যাশা করেছিলাম সেটা  পেয়েছি। এখন আর এই ম্যাচ নিয়ে ভাবছি না। আমি এখন ভাবতে চাই ইস্টবেঙ্গলকে......"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages